রোনাল্ডোর কাছে হারের পর মাদ্রিদের রাস্তায় তরমুজ বিক্রি করছেন কোচ সিমোনে!
চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগে জুভেন্টাস-অ্যাটলেটিকো মাদ্রিদ মুথোমুখি হওয়ার ঠিক আগের ঘটনা। অ্যাটলেটিকোর কোচ দিয়েগো সিমোনেকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, জুভেন্টাস কি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বা আয়াক্স-এর মতো কামব্যাক করতে পারবে? জবাবে সিমোনে নিজে থেকেই বলে বসেন, জুভেন্টাস প্রত্যাবর্তন করতে পারলে আমি মাদ্রিদের রাস্তায় তরমুজ বিক্রি করব!
কথা রাখেননি সিমোনে। তিনি বহাল তবিয়তে এখনও কোচিং করিয়ে চলেছেন। সেদিন যে কথা দিয়েছিলেন সেটা বেমালুম ভুলেই গিয়েছেন তিনি।
রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাসের সমর্থকরা অবশ্য সিমোনেকে তরমুজ বিক্রি করিয়ে ছাড়লেন। ফটোশপের সৌজন্যে এখন মাদ্রিদের তরমুজ বিক্রেতা সিমোনে।
২১ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র প্রথম লেগের ম্যাচে জুভেন্টাসকে ২-০ গোলে হারিয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। তার পর দ্বিতীয় লেগে রোনাল্ডোর হ্যাটট্রিক। সিমোনের অবজ্ঞার জবাব দিয়ে যান জুভেন্তাসের তারকা।
দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের ব্যবধানে জিতে শেষ আটে পৌঁছেছে জুভেন্তাস। আর সেইসঙ্গে জুভেন্তাসকে নিয়ে মজা করার জন্য সিমোনের কপালে জুটেছে চরম কটাক্ষ।