Fuel Price: শনিবার ফের দাম বাড়ল Diesel-র, উৎসবের আগে চিন্তার ভাঁজ মধ্যবিত্তের কপালে
নিজস্ব প্রতিবেদন: উৎসবের মরশুমের প্রাক্কালে ফের পেট্রল ও ডিজেলের দাম আবারও (Petrol Diesel Price) উর্ধমুখী। শনিবার দেশজুড়ে অপরিবর্তিত থাকল পেট্রলের দাম। কিন্তু দাম বাড়ল ডিজেলের। কলকাতাসহ দেশের বাকি মেট্রো শহরে জ্বালানির দাম (Fuel Price) জেনে নিন।
শনিবার ২০ পয়সা দাম বেড়েছে ডিজেলের। যদিও ভ্যালু অ্যাডেড ট্যাক্সের কারণে বিভিন্ন শহরে দামের হেরফের রয়েছে।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মতে, দেশের চার মেট্রো শহরের মধ্যে জ্বালানির দাম সবচেয়ে বেশি মুম্বইয়ে। বাণিজ্যনগরীতে লিটার প্রতি ১০৭.২৬ টাকায় বিক্রি হচ্ছে পেট্রল। সেঞ্চুরি থেকে পিছিয়ে নেই ডিজেলও। লিটার প্রতি ডিজেলের দাম বেড়ে ৯৬.৪১ টাকা।
কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি ১০১.৬২ টাকা। শনিবার ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯১.৯২ টাকা।
এদিকে দাম বাড়লেও রাজধানীতে তুলনামূলক সস্তা ডিজেল। দিল্লিতে ডিজেলের দাম লিটার প্রতি ৮৮.৮২ টাকা। পেট্রলের দাম ১০১.১৯ টাকা।
চার মেট্রো শহরের মধ্যে চেন্নাইতে পেট্রল এখনও পর্যন্ত একশোর নিচেই রয়েছে। চেন্নাইতে পেট্রলের দাম প্রতি লিটারে ৯৮.৯৬ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি ৯৩.৪৬ টাকা।
দেশের অন্যান্য শহরেও দামের তেমন হেরফের নেই। ভোপালে পেট্রলের দাম লিটার প্রতি ১০৯.৬৩ টাকা। ডিজেল ৯২.১২ টাকা। হায়দ্রাবাদে পেট্রলের দাম লিটার প্রতি ১০৫.২৬ টাকা। ডিজেলের দাম রয়েছে ৯৭.১২ টাকা। বেঙ্গালুরুতে পেট্রলের দাম লিটার প্রতি ১০৪.৭০ টাকা। ডিজেলের দাম ৯৪.৪৭ টাকা। গুয়াহাটিতে পেট্রল লিটার প্রতি ৯৭.০৫ টাকা। ডিজেলের দাম রয়েছে ৮৮.৪৩ টাকা। লখনউতে পেট্রল প্রতি লিটারে ৯৮.৩০ টাকা। ডিজেলের দাম রয়েছে ৮৯.৪৩ টাকা।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বিবেচনা করে প্রতিদিন পেট্রল-ডিজেলের দাম নির্ধারণ করে সরকারি তেল সংস্থাগুলি। পরিবর্তিত দাম সকাল ৬টা থেকে কার্যকর হয়।