টিকটকাসুর, ভ্যাবলাসুর, বডিবিল্ডারাসুর! অসুরের কতরকম রূপ ধরা দিল ছবিতে
বলিহারি বটে! কেউ বলছেন, টিকটকাসুর! কেউ আবার নাম দিয়েছেন বডিবিল্ডাসুর। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে অসুরের বিভিন্ন রূপ দেখতে পেলেন নেটিজেনরা। আর প্রতিটা অসুরেরর নামকরণও হল।
ভ্যাবলাসুর নাম দেওয়া হল এই অসুরের।
এই অসুরের নামকরণ হল টিকটকাসুর।
কুন্তলাসুর নাম হল এই অসুরের। কেউ কেউ এনাকে অনিল কাপুরের সঙ্গেও তুলনা করলেন।
এনার নাম দেওয়া হল কাটাপ্পাসুর।
কালাকেয়াসুর নাম হল এই অসুরের। বাহুবলীর ভয়ঙ্কর ভিলেনের রূপে এই অসুরের নির্মাণ করেছেন শিল্পী।
ইমোশনালাসুর নামকরণ হল এই অসুরের।