Digha: দিঘার মুকুটে নতুন পালক! জগন্নাথমন্দিরের পরে সৈকতশহরে এবার শ্রীচৈতন্যকে কেন্দ্র করে...
এবার পর্যটনশহর দিঘার মুকুটে নতুন পালক সংযোজন হতে চলেছে। (ছবি ও তথ্য: কিরণ মান্না)
প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে চৈতন্যদ্বার। যা পর্যটকদের বিপুল ভাবে আকর্ষণ করবে। (ছবি ও তথ্য: কিরণ মান্না)
দিঘা প্রবেশদ্বারের মতো অনুরূপ একটি গেট, অর্থাৎ, এই চৈতন্যদ্বার তৈরি হতে চলেছে, মনে করা হচ্ছে, যা দিঘার মুকুটে এক নতুন পালক সংযোজন করতে চলেছে। (ছবি ও তথ্য: কিরণ মান্না)
জগন্নাথদেবের পাশাপাশি মাসির বাড়ি অর্থাৎ, জগন্নাথদেবের মন্দির-লাগোয়া প্রবেশপথের মুখেই এই সুবিশাল চৈতন্যদ্বার তৈরি হবে। (ছবি ও তথ্য: কিরণ মান্না)
চৈতন্যদেবের নামাঙ্কিত এই প্রবেশদ্বারে জগন্নাথদেবের নানা কাহিনির পাশাপাশি অঙ্কিত ও লিখিত থাকবে চৈতন্যদেবের অন্তর্ধান রহস্যও। (ছবি ও তথ্য: কিরণ মান্না)
এজন্য শনিবার মাপজোক করা হয়েছে। তিন-চারদিনের মধ্যে এই কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে জগন্নাথ মন্দিরের কাজ শেষ পর্যায়ে। জগন্নাথমন্দির সেই সঙ্গে চৈতন্যদ্বার-- একসঙ্গে অনেকগুলি বিষয় দিঘার মতো পর্যটনকেন্দ্রে দেখার সুযোগ পেতে চলেছেন পর্যটকেরা। (ছবি ও তথ্য: কিরণ মান্না)