Digha: মন্দারমণি ও ক্রিসমাসের কথা মাথায় রেখে দিঘায় আসছে একগুচ্ছ বদল! সৈকতশহরে রওনা দেওয়ার আগেই জেনে নিন...

Soumitra Sen Sat, 23 Nov 2024-3:07 pm,

সামনে ২৫ ডিসেম্বর, বড়দিনের ছুটি। চলবে ৩১ ডিসেম্বর ও পয়লা জানুয়ারি পর্যন্ত। এ সময়ে দিঘায় পর্যটকদের ঠাসা ভিড় হতে পারে। এ কথা মাথায় রেখে পর্যটকদের নিরাপত্তার জন্য এবার নানা ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসন। কী কী ব্যবস্থা? (ছবি ও তথ্য: কিরণ মান্না)

প্রথমত, দিঘা জুড়ে নজরদারি বাড়াতে প্রায় ৩৫ টি সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে এবার। (ছবি ও তথ্য: কিরণ মান্না)

রাখা হচ্ছে নজরদারি বোট। সমুদ্রস্নানে থাকা পর্যটকেরা যাতে কোন সমস্যায় না পড়েন, সেজন্য সমুদ্রে নামানো হচ্ছে সাতটি স্পিড-বোট। ফি-বছর ঠাসা ভিড়ে দুর্ঘটনায় পড়েন পর্যটকেরা। সমুদ্রে তলিয়ে গিয়ে প্রাণহানির ঘটনাও ঘটেছে বহুবার। তাই এবার বোটে নজরদারির কথা এবার ভাবছে প্রশাসন। (ছবি ও তথ্য: কিরণ মান্না)

অভিযোগ, ভিড় দেখলেই সময় বেশ কিছু হোটেল কর্তৃপক্ষ হোটেলরুমের ভাড়া খেয়ালখুশিমতো বাড়িয়ে দেন। সে কথা মাথায় রেখে প্রশাসন বাড়তি ভাড়া বন্ধের জন্য কড়া ব্যবস্থা নিতে চলেছে। হোটেল মালিকদের ভাড়ার তালিকা রিসেপশনে পর্যটকদের জ্ঞাতার্থে ঝুলিয়ে রাখতে হবে। কমপ্লেন বক্সও থাকবে। পর্যটকদের কোনও সমস্যা হলে ওই কমপ্লেইন বক্সে জমা করতে পারবেন তাঁরা। পাশাপাশি পুলিস প্রশাসনের হেল্পলাইনেও জানাতে পারবে পর্যটকেরা। এর পরেও কেউ বাড়তি ভাড়া নিতে চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন। এই সব তত্ত্বাবধানের জন্য একটি এজেন্সিকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সিসিটিভির ফুটেজে দিঘা থানা ও দিঘা কোস্টাল থানা সারাক্ষণ নজরদারি চালাবে। (ছবি ও তথ্য: কিরণ মান্না)

দিঘায় বেড়াতে এসে পর্যটকদের সর্বস্বান্ত হওয়ার খবরও অনেকবার পাওয়া গিয়েছে। বেড়াতে এসে যাতে কোনও ভাবেই পর্যটকদের এরকম সমস্যার মুখোমুখি হতে না হয়, সেজন্য তৈরি থাকছে জেলা প্রশাসন। (ছবি ও তথ্য: কিরণ মান্না)

দিঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা বিপ্রদাস চক্রবর্তী জানিয়েছেন, প্রশাসনের এমন উদ্যোগ ভালো। তবে দিঘা জুড়ে এখন আর কেউই তেমন বাড়তি ভাড়া নেয় না। কেউ বাড়তি ভাড়া নিয়েছে, এমন অভিযোগ পেলেই অ্যাসোসিয়েশনও তার ব্যবস্থা নেবে। পাশাপাশি তিনি জানান, এবার মন্দারমণিতে অধিকাংশ হোটেল নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ার কারণে দিঘায় ব্যাপক বুকিং হচ্ছে। ভিড়ও এবার নজরকাড়া হতে পারে দিঘায়। (ছবি ও তথ্য: কিরণ মান্না)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link