`সুশান্ত সুপারস্টার`, `দিল বেচারা` দেখার পর বললেন রাজকুমার রাও, আর কে কী লিখলেন দেখুন...

Sun, 26 Jul 2020-4:25 pm,

আলি ফজল লিখেছেন, ''তোমায় দেখছি বন্ধু, এসএসআর আর দিল বেচারার জন্য শুভেচ্ছা। মুকেশ ছাবরা সহ গোটা টিমের জন্য শুভেচ্ছা রইল।''

অভিনেত্রী মীরা চোপড়া লেখেন, সুশান্তের শেষ ছবি হিসাবে এটি দেখা খুব কঠিন। সুশান্ত তোমার আমারা খুব ভালোবাসি। ইশ্বর ওর বিচার করুন। ওর এটা প্রাপ্য। আরও একটি টুইটে মীরা লেখেন, ''সুশান্ত জীবিত থাকলে ওর জীবনে সবথেকে বড় হিট ছবির ও সাক্ষী থাকতো। দিল বেচারা একটা মন ছুঁয়ে যাওয়া প্রেমের গল্প। যে কেউ কিজি ও ম্যানির প্রেমে পড়বেন। আরও একবার মুকেশ ছাবরা কে ধন্যবাদ। তোমার জন্য গর্বিত। ''

রাজকুমার রাও লিখেছেন, ''দিল বেচারা আরও একবার আমার হৃদয়কে ভেঙে টুকরো টুকরো করল। কী সুন্দর, মন ছুঁয়ে যাওয়া একটা ছবি, সুশান্তের অসাধারণ অভিনয়। ওর চার্ম, এনার্জি আর সুন্দর সেই হাসি, ও হল সুপারস্টার। মুকেশ ছাবরার সিনেমার জগতে অসাধারণ ডেবিউ। সঞ্জনার অভিনয় দুর্দান্ত। আর এ আর রহমান স্যার, আরও একবার আমার প্রণাম নিন... ''

অভিনেতা রণবীর শোরে লেখেন, ''এই মাত্র দিল বেচারা দেখা শেষ করলাম, স্বীকার করছি, ছবিটি দেখতে দেখতে চোখের জল মোছার জন্য কয়েকবার বিরতি নিয়েছি। কী অবিশ্বাস্য প্রতিভা আমরা হারিয়েছি। গোটা টিমের জন্য আলিঙ্গন রইল।''

নওয়াজউদ্দিন সিদ্দিকি লেখেন, ''আমি শ্রদ্ধেয় ফিল্ম সমালোচকদের কাছে অনুরোধ করবো, দয়া করে দিল বেচারা ছবিটিকে ব্যতিক্রম ভাবে দেখুন, সুশান্ত সিং রাজপুতকে শ্রদ্ধা জানাতে চলুন আমরা একসঙ্গে এই ছবিটা সেলিব্রেশনের অংশ হিসাবে দেখি।''

'দিল বেচারা' দেখার স্ক্রিনশট শেয়ার করে ভূমি লিখেছেন, পুরোটাই আবেগপূর্ণ মুহূর্ত, আমি নিজের চোখের জল সামলাতে পারিনি। কী অসাধারণ অভিনয়। আগাগোড়া আবেগ আর স্নেহসঞ্চারক। এমন বেদনা, কষ্ট আগে কখনও অনুভব করিনি। শেষ সেই নাচ, তুমি তোমার ভালোবাসার মানুষগুলো, অনুরাগীদের জন্য সবসময় থাকবে সুশান্ত।

পরে ছবির পরিচালক মুকেশ ছাবরাকে সিনেমার দুনিয়ায় স্বাগত জানাতেও ভেলেননি ভূমি। কিজি ও ম্যানির পৃথিবী খুবই সুন্দর, গতিমান।

জেনেলিয়া দেশমুখ লেখেন, ''পর্দায় সুশান্ত, আমি সাহায্য করতে পারিনি, তবে হুইসিল তো বাজাতে পারি।''

রিতেশ দেশমুখ লেখেন, ''ঠিক যেমনটা বলেছিলাম, সেভাই পপকর্ন খেতে খেতে দিল বেচারা দেখতে বসেছি। এটা সুশান্তকে সেলিব্রেট করার সময়, এখন ও আকাশের সবথেকে বড় তারকা।''

দিল বেচারা ছবিটি শুরুর ঠিক আগে, সুশান্তের কথাতেই তাঁকে শ্রদ্ধা জানানো হয়, সেটি 'লাভ' 'চোখের জল'-এর কিছু ইমোজি দিয়ে শেয়ার করেব স্বরা ভাস্কর।

শুক্রবার 'দিল বেচারা' দেখতে বসার ঠিক আগেই অঙ্কিতা লোখান্ডে লেখেন, ''পবিত্র রিস্তা থেকে দিল বেচারা, আরও একবার সুশান্ত... ''

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link