যুব কমিটি ভাঙলেন দিলীপ, পদত্যাগের সিদ্ধান্ত `অপমানিত` সৌমিত্র খাঁ-র
অঞ্জন রায় : হঠাৎ চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন সৌমিত্র খাঁ, আর থাকবেন না বিজেপির যুব মোর্চা সভাপতির পদে। দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই বার্তা দেন তিনি।
আমাদের জি-২৪ ঘণ্টার প্রতিনিধি ব্যক্তিগতভাবে সৌমিত্র খাঁ - কে সিদ্ধান্তের কারণ জানতে চায়।
তখন তিনি বলেন, "এখন করিনি , পূজোর পর পদত্যাগ করব। গতকাল তাঁকে না জানিয়ে যুব মোর্চা সব জেলা কমিটি ভেঙে দেয় দিলীপ ঘোষ । এই ঘটনায় অপমানিত হয়েছি আমি"।
দেখুন সেই Exclusive chat
হোয়াটসঅ্যাপ গ্রুপে পদত্যাগের ঘোষনা