`সিপিএম আমলে আর কটা দুর্নীতি হয়েছে?` তৃুলনা টেনে তৃণমূলকে চাঁচাছোলা আক্রমণ দিলীপের
নিজস্ব প্রতিবেদন : রাজ্যে লকডাউন নিয়ে আজ আবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন দিলীপ ঘোষ। এই নিয়ে ৩ বার চিঠি দিলেন বিজেপি রাজ্য সভাপতি।
পাশাপাশি দিলীপ ঘোষ এদিন আরও বলেন, "সিপিএম আমলে আর কটা দুর্নীতি হয়েছে? ওদের কত জনকে সিবিআই, ইডি ডেকেছে?"
"এখন মন্ত্রী থেকে দলের সব নেতাকে বিভিন্ন বিষয়ে সিবিআই, ইডি ডাকে। মানুষ সব দেখছে।"
"এই তো আমফান, করোনা নিয়ে কত কোটি কোটি টাকা নয়ছয় করছে। তৃণমূলের নেতাদের যখন-তখন ভুবনেশ্বরে প্যারেড করতে যেতে হয়।"
"দুর্নীতি বেশি বলে তৃণমূলের নেতাদের গ্ৰামে গেলে ঘেরাও হতে হচ্ছে" বলে এদিন দাবি করেন দিলীপ ঘোষ।