আমাদের লাগবে না, পিকের বুদ্ধিতে যে চলেছে, সে-ই ডুবেছে : বিজেপি
নিজস্ব প্রতিবেদন : "পিকে-কে আর আগামিদিনে আমাদের লাগবে না। পিকের বুদ্ধিতে যে চলেছে, সে-ই ডুবেছে।"
আজ বারাকপুরে মঙ্গলপাণ্ডে পার্কে চায়ে পে চর্চা অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই বললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
উল্লেখ্য, বুধবারই দলবিরোধী কাজের অভিযোগে জেডিইউ থেকে বহিষ্কার করা হয় ডেপুটি প্রশান্ত কিশোরকে।
সঙ্গে সঙ্গেই উসকে ওঠে জল্পনা। নির্বাচনী রণনীতি গুরু পিকে এবার কোন দলে?
সেই প্রশ্নের উত্তরেই দিলীপ ঘোষ বিজেপিতে প্রশান্ত কিশোরের যোগদানের সম্ভাবনা উড়িয়ে দেন।
বলেন, "কে আসছে, কে যাচ্ছে, সেটা আমাদের দেখার বিষয় নয়। পিকে-র বুদ্ধিতে যে-ই চলেছে, সে-ই ডুবেছে। টিএমসিও ডুববে। আমাদের পিকে-কে লাগবে না।"
প্রসঙ্গত, ২০১৪ লোকসভা ভোটে নরেন্দ্র মোদীকে জেতানোর পিছনে বড় ভূমিকা ছিল পিকের। বিজেপির রণনীতি গুরু হিসেবে কাজ করেছিলেন প্রশান্ত কিশোর।