Dilip Ghosh: `খোকাবাবুর ধরনা মঞ্চে মেরেকেটে ৫০-১০০ লোক`, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ দিলীপ ঘোষের

Mon, 24 Apr 2023-6:07 pm,

অয়ন ঘোষাল: রাজ্যপাল খোঁজখবর নিলেন। ঠিক আছি কিনা জানলেন। এক বিধায়কের চোট লেগেছে। তিনি ঠিক আছেন কিনা সেই খোঁজ নিলেন। তিনি জানতে চাইলেন কি হয়েছিল। 

 

উনি রামনবমীর কি জানেন? হারামের ধন খেয়ে রাম বলে আর কিছুর জ্ঞান নেই। যাদের সঙ্গে উনি আছেন, তারাও রামের ভক্ত নয়। সারা দেশে উৎসব চলে। সারা বছর মানুষ রামকে নিয়ে মেতে থাকে। ভারত রামের জায়গা। এখানেও চলবে। 

দলের তরফ থেকে চিঠি গিয়েছে। আমি আলাদা করে কাউকে কিছু বলছি না। 

 

১২ বছর ধরে আমি রিষড়া যাচ্ছি। উনিও তো সাংসদ ছিলেন। কোনও দিন তো গন্ডগোল হয়নি। আজ কেন হচ্ছে? গোটা রাজ্য জুড়ে কেন হচ্ছে? সংখ্যালঘু ভোট ফিরিয়ে আনার জন্য? নাকি ভয় দেখানোর জন্য? ভাবুন, এখানকার সমাজ আপনাকে ভোট দিয়ে জিতিয়েছে। পরিবর্তন হতে বেশি সময় লাগে না। হিন্দু সমাজ যদি ধার্মিক উৎসব পালন করতে না পারে, তারাও ভাববে আপনাদের সম্পর্কে। গুন্ডাদের এগিয়ে দিয়ে রাজনীতি বেশিদিন চলতে পারে না। 

নেহাত রামনবমী বলে দিতে বাধ্য হয়েছিল ধার্মিক সেন্টিমেন্ট আছে বলে। নাহলে আমাদের কর্মসূচিতে ওরা অনুমতি দেয়না। দেখছে হাজার হাজার লোক রাস্তায় নেমে পড়ছে। আর ওরা এতকিছূ করেও লোক টানতে পারছে না। সেদিন খোকাবাবুর ধরনা মঞ্চে মেরেকেটে ৫০-১০০ লোক। ওরা চিত্র বুঝে গেছেন। তাই ঘেঁটে দিতে চাইছেন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link