`উনি অখিলেশের খেলা শেষ করতে গেছেন`, Mamata-কে কটাক্ষ Dilip-র
মমতাকে কালো পতাকা দেখানো নিয়ে তৃণমূলে কর্মীরা বিক্ষোভ দেখায় বিভিন্ন জায়গায়। সেই প্রসঙ্গে তাঁর মত ওখানে কাল পতাকা দেখাতেও লোকজন ঠিক করা হয়েছিল। দিদির কাটমানি খাওয়া ভাইয়েরাও রাস্তায় নামবেন। আপনে ঘর মে কুত্তা ভি শের হোতা হ্যায়। উনি জাতীয় নেত্রী হলে সব জায়গায় প্রতিবাদ হোক দেখি।
খড়গপুরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে তাঁর মত কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। আলোচনা করে মিটিয়ে নেওয়া হবে।
SLST তে সিবিআই তদন্ত প্রসঙ্গে তাঁর মত এমন কিছু নিয়োগ হয়না যেখানে দুর্নীতি হয়না। পরীক্ষা না হয়েও চাকরি হয়, সরকারের সামান্য যোগ্যতা নেই, একটা সাধারন পরীক্ষা নিয়ে চাকরি দেওয়ার। তাই সিবিআই দিয়ে তদন্ত করতে হয়।
ইউক্রেনের ভারতীয়দের ফেরাতে কেন্দ্রের ভূমিকা সম্পর্কে তিনি বলেন ইউক্রেনে কিছু লোক মারা গেলে ওনারা রাস্তায় নামতেন, সবাই সুরক্ষিত থাকায় সেটার সুযোগ পেলেন না। সবাই মোদীজিকে আশীর্বাদ করছেন।
মমতার উত্তরপ্রদেশ সফর সম্পর্কে দিলীপ ঘোষ বলেন উনি অখিলেশের খেলা শেষ করতে গেছেন, ওনার ভাষণ উত্তর প্রদেশের মানুষ ঠিকভাবে নেবেন না।