অটল আবেগ ধরে রেখে গঙ্গাসাগরে চিতাভস্ম ভাসাল রাজ্য বিজেপি
অঞ্জন রায়: অটল বিহারী বাজপেয়ীর চিতাভষ্ম শুক্রবার ভাসানো হল গঙ্গাসাগরে।
রাতের পর সকাল। একইভাবে অটুট রইল অটল আবেগ। অটল বিহারী বাজপেয়ীর অস্থি কলস রওনা দেয় বৃহস্পতিবার।
অটল আবেগে মানুষের উন্মাদনা দেখে স্বস্তি বিজেপি নেতৃত্বের।
কলকাতার অলিগলি-রাজপথে মানুষের ভিড় দেখে উচ্ছাস প্রকাশ করেন স্মৃতি ইরানিও।
গঙ্গাসাগরে অস্থি বিসর্জনের মূহুর্তেও মানুষের ভিড় বজায় রইল পুরোদমে।
অস্থি বিসর্জনের সময় রীতিমত হুড়োহুড়ি পড়ে যায়। যা দেখে কার্যত আপ্লুত দিলীপ ঘোষ।
সকাল সাড়ে আটটা নাগাদ কপিলমুনির আশ্রমে সম্পন্ন হয় যজ্ঞ। অংশ নেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ।
তারপর অস্থিকলস মাথায় নিয়ে গঙ্গাসাগরের উদ্দেশে যাত্রা করেন বিজেপি নেতারা।
অস্থি বিসর্জনের পর সাগরে যেন মেলা ভাঙার চিত্র।
বুধবার নয়াদিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত থেকে চিতাভস্মের কলস নেন দলের রাজ্যসভাপতি দিলীপ ঘোষ।
রাজনৈতিক মহলের মতে, ২০১৯ এর লোকসভা নির্বাচনের আগে প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে জুড়ে থাকা আবেগকেই কাজে লাগাতে চাইছে বিজেপি শিবির। তাতে আপাতত অনেকটাই সফল বিজেপি নেতৃত্ব।