মোদীর সঙ্গে আড্ডা মেরে এসেছেন মমতা, প্রধানমন্ত্রীকেও ছাড়ছেন না দিলীপ!
নিজস্ব প্রতিবেদন: মমতা বন্দ্যোপাধ্যায় নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আড্ডা মারতে গিয়েছিলেন! বাম-কংগ্রেসের কোনও নেতা নন, বরং এমন বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষই।
শনিবার রাজ্যে দুদিনের সফরে এসেছিলেন নরেন্দ্র মোদী। সেদিনই রাজভবনে তাঁর সঙ্গে মিনিট ১৫ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বেরিয়ে এসে মমতা বলেন,''রাজ্যের পাওনা ৩৮ হাজার কোটি টাকা। সেই টাকা কাগজপত্র দেখে মেটানোর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।'' সিএএ প্রত্যাহারের আর্জিও জানান মোদীকে। তবে বিষয়টি এড়িয়ে মোদী জানিয়ে দেন, দিল্লিতে এলে কথা হবে।
মোদী-মমতা সাক্ষাতে সেটিংয়ের অভিযোগ করেছে বাম-কংগ্রেস নেতৃত্ব। সিপিএম নেতা মহম্মদ সেলিম কটাক্ষ করেন, মোদী-মমতা তো আডবাণীর স্কুলে একসঙ্গে পড়তেন। ক্যা ক্যা ছিঃ ছিঃ বলেছিলেন। এখন বলবেন আসলে কাকাছিছি বলতে চেয়েছিলাম।
ঠিক সেই সুরেই এদিন দিলীপ ঘোষ সাংবাদিকদের বলেন,''মমতা বন্দ্যোপাধ্যায় দলের সবাইকে শো কজ করছেন। এই যে কারও অনুমতি না নিয়ে প্রধানমন্ত্রী সঙ্গে আড্ডা মেরে এলো। কে ওনাকে শো কজ করবে?''
প্রশ্ন উঠছে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে কি আড্ডা মারতে ডেকেছিলেন দেশের প্রধানমন্ত্রী? দিলীপ ঘোষ কি নিজের দলের প্রধানমন্ত্রীকেই খাটো করলেন না!