`তৃণমূলে থাকলে শুভেন্দুকে চাকরবৃত্তি করতে হবে, বিজেপিতে অনেককে MLA-MP করেছি`
নিজস্ব প্রতিবেদন : "শুভেন্দু অধিকারী তৃণমূলে বেশি লাফালাফি করলে ওখানে চাকরবৃত্তি করতে হবে।" বিস্ফোরক দাবি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।
এদিন দিলীপ ঘোষ বলেন, "বিজেপিতে অনেকে এসেছেন। এসে পদ পেয়েছেন। এমএলএ, এমপি করেছি। মুকুল রায়কে এমপি সহ অনেক পদ দেওয়া হয়েছে। ওখানে থাকলে চাকরবৃত্তি করতে হবে।"
একইসঙ্গে তিনি আরও বলেন, মেদিনীপুর থেকেই রাজ্যে প্রতিনিধিত্ব করবেন শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর থেকেই বাংলায় পরিবর্তনের সূত্রপাত হবে বলেও এদিন দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি।
শুধু শুভেন্দু প্রসঙ্গ নয়, এদিন নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন দিলীপ ঘোষ। বলেন, "কোলে চড়া নেতারা ছড়ি ঘোরাবে, তা বাংলার মানুষ মেনে নেবে না।"
তবে দিলীপ ঘোষের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এখনও তৃণমূল শিবির কোনও প্রতিক্রিয়া জানায়নি। প্রতিক্রিয়া জানায়নি শুভেন্দু অধিকারী শিবিরও।