পুজো উদ্বোধনে ভিতর থেকে ফিতে কাটছেন দিলীপ, কেন? ব্যাখ্যা রাজ্য সভাপতির
অঞ্জন রায়: পুজো মরসুমেও রাজনীতির লড়াই থেকে বিরত থাকছে পারছে না শাসক-বিরোধী শিবির। শ্রীভূমির পুজোমণ্ডপে ফিরহাদ হাকিমের একটি ছবি ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার পাল্টা তৃণমূল আবার দিলীপ ঘোষের একটি ছবি জোর প্রচার চালাচ্ছেন তৃণমূল কর্মীরা।
দিলীপ ঘোষের ভাইরাল ছবিতে দেখা গিয়েছে, একটি পুজোর মঞ্চের বাইরে দাঁড়িয়ে ফিতে কাটছেন বিজেপির রাজ্য সভাপতি।
দিলীপের এই ছবি দিয়েই খোঁচা দেওয়া হয়েছে, 'কে রে ভাই। ভেতরে ফিতে কাটে'।
এই ছবিটি বিকৃত করা হয়েছে বলে দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি।
তাঁর কথায়, ''এবছর আমি একটাও পুজো উদ্বোধন করিনি। শাসক দল বিরোধী নেতানেত্রীদের পুজো উদ্বোধন করতে দেয়নি''।
দিলীপ ঘোষ আরও বলেন, ''কোনও বিরোধী নেতাকে উনি পুজো উদ্বোধন করতে দিচ্ছেন না। আর মুখে বলছেন, শান্তির কথা। বিরোধীদের আটকাবেন বলেই তো মহালয়ার আগে থেকে পুজো উদ্বোধনে নেমে পড়েছেন''। ঘটনা হল, মহালয়ার আগেই শ্রীভূমির পুজো উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিতর্কিত ছবিটিতে দেখা গিয়েছিল, শ্রীভূমি স্পোর্টিংয়ের মণ্ডপে প্রতিমার দিকে পিছন করে গ্রিলে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছেন ববি হাকিম। তাঁর বাম পা-টি উঠে রয়েছে। ভাইরাল হওয়া এই ছবিটি নিয়ে প্রতিক্রিয়া দেন ফিরহাদ হাকিম। তাঁর সংক্ষিপ্ত জবাব, ''পা টা-ই দেখলি, মনটা দেখলি না''!