দুর্গাপুজোয় মমতাকে টেক্কা দেওয়ার চেষ্টায় দিলীপ, এক দিনে ১২টি পুজোর উদ্বোধন!
নিজস্ব প্রতিবেদন: মহালয়ার আগের দিন থেকে দুর্গাপুজোর উদ্বোধন শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৮টি আসনপ্রাপ্তির পর বাঙালির শ্রেষ্ঠ উত্সবেও ময়দানে নেমে পড়ল বিজেপি।
২ অক্টোবর, শুধু এক দিনেই ১২টি পুজো উদ্বোধন করবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
শ্যামনগরে নতুন পল্লীর পুজো দিয়ে শুরু দিলীপের উদ্বোধন। সেন্ট্রাল ক্যালকাটা ক্লাব, এন্টালি, সুভাষপল্লীর পর রাত ৮.১৫ মিনিট নাগাদ নজওয়ান সঙ্ঘের পুজো দিয়ে শেষ হবে দিলীপের উদ্বোধনযাত্রা।
শুধু দিলীপই নন, বিজেপির অন্যান্য নেতানেত্রীরাও পুজো উদ্বোধন করবেন। এদিন সল্টলেকের বিজে ব্লকে মায়ের পায়ে ফুল দিয়ে উদ্বোধন করেন অমিত শাহ।
বাম জমানায় পুজোর সঙ্গে নেতানেত্রীদের যোগ থাকলেও তা খুব বেশি প্রচার করা হতো না। পরিবর্তনের পর থেকে কলকাতার সব পুজোই বলতে গেলে তৃণমূলের ছোটবড় নেতানেত্রীদের দখলে। আর পাল্লা দিয়ে পুজো উদ্বোধনও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বড় ক্লাবগুলিকে পাওয়া সম্ভব নয়। আর তাই পুজো উদ্বোধনে ছোট ও মাঝারি ক্লাবগুলিকে দিয়েই বোধন করছে বিজেপি। বিজেপির এক নেতার কথায়, 'গত বছর তো এতগুলিও ক্লাব মেলেনি। এবার যথেষ্ট ভালো সাড়া পেয়েছি।'