বইমেলা থেকে মহম্মদের জীবনী ও ভাষণের সংকলন- দুটি বই নিয়ে বেরোলেন দিলীপ
নিজস্ব প্রতিবেদন: বইমেলায় দিলীপ ঘোষের হাতে মহম্মদের জীবনী বই ও ভাষণের সংকলন। পড়বেন নাকি? বিজেপির রাজ্য সভাপতি বললেন,''হ্যাঁ নিশ্চয়।''
বইমেলায় একটি বইপ্রকাশ অনুষ্ঠানে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানে তাঁকে দেখে 'আহমেদিয়া মুসলিম জামাত' স্টলের কর্তাব্যক্তিরা ডাকেন তাঁকে। সাড়া দেন দিলীপ।
ওই বুক স্টলে গিয়ে বিভিন্ন বই ঘেঁটে দেখেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁকে মহম্মদের জীবনী ও তাঁর ভাষণের সংকলন উপহার দেন স্টলের কর্তারা। হাসিমুখেই উপহার নেন দিলীপ।
দিলীপ ঘোষ বলেন,''ওনারা ডাকলেন তাই এলাম। মহম্মদের জীবনী ও ভাষণের সংকলন দিয়েছেন। পড়ব বই দুটি। বিভিন্ন মত সম্পর্কে জানা দরকার।''
আহমেদিয়া মুসলিম সমাজের সঙ্গে বিজেপির সম্পর্ক বেশ ভালোই। তাঁদের আমন্ত্রণে সাড়া দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রীও। সেখানে নরেন্দ্র মোদীকে স্বাগত জানান আহমেদিয়ারা। বলে রাখি, পাকিস্তানে নির্যাতত আহমেদিয়ারাও।