করোনা আবহ ভুলে স্বামী-সন্তান নিয়ে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন ডিম্পি
করোনা আর লকডাউনের কারণে বহুদিন অনেকেই গৃহবন্দী ছিলেন, তবে বর্তমানে পরিস্থিতি আগের থেকে একটু হলেও স্বাভাবিক। ধীরে ধীরে মানুষ স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছেন। একই ভাবে তারকারাও। ঠিক যেমন ডিম্পি গঙ্গোপাধ্যায়। করোনা আবহ ভুলে দুই সন্তান ও স্বামীর সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছেন ডিম্পি।
ছবি-ইনস্টাগ্রাম
প্রাক্তন মডেল তথা অভিনেত্রী ডিম্পি গঙ্গোপাধ্যায়ের ইনস্টাগ্রাম স্টোরিতে উঠে এল তাঁদের সপরিবারে মালদ্বীপে ছুটি কাটানোর বেশকিছু ছবি।
ছবি-ইনস্টাগ্রাম
এমনিতে সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ ডিম্পি। মাঝে মধ্যেই নিজের জীবনের নানান মুহূর্তের ছবি, সন্তানদের ছবি পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে। সম্প্রতি ৬ মাসের ছেলের জন্মদিন সেলিব্রেশনের ছবিও পোস্ট করেছিলেন ডিম্পি।
ছবি-ইনস্টাগ্রাম
প্রসঙ্গত, করোনা আবহের মধ্যে গত এপ্রিলে দ্বিতীয়বার মা হন ডিম্পি গঙ্গোপাধ্যায়। ডিম্পির ইনস্টাগ্রাম বায়োতেই উঠে এসেছে তাঁর মাতৃত্বকালীন পরিস্থিতি। সেখানে তিনি লিখেছেন, ''এমন একজন যে নিজের শরীরের কথা, সামাজিক জীবনের কথা, গরম খাবারের কথা ভাবতে ভুলেই গেছেন, তাঁর ধৈর্য, শক্তি এবং পবিত্রতা সবই এখন প্রেমের জন্য''।
ছবি-ইনস্টাগ্রাম
তিক্ত অভিজ্ঞতা নিয়ে রহুল মহাজনের সঙ্গে বিবাহ-বিচ্ছেদের পর ২০১৫ সালে দ্বিতীয়বারের জন্য কলকাতার ব্যবসায়ী রোহিত রায়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন ডিম্পি। তারপর থেকে রোহিতের সঙ্গে সুখে ঘরকন্যা করছেন প্রাক্তন মডেল, তথা অভিনেত্রী ডিম্পি গঙ্গোপাধ্যায়।
ছবি-ইনস্টাগ্রাম
২০১৬ সালে প্রথমবার মা হন ডিম্পি। মেয়ের নাম রাখেন রিয়ানা। এই মুহূর্তে দুবাইতে রয়েছেন ডিম্পি।
ছবি-ইনস্টাগ্রাম
এরপর এবছর শুরুর দিকেই ফের মাতৃত্বের স্বাদ পান ডিম্পি। ছেলের মা হন ডিম্পি। তিনি তাঁর ছেলের নাম রাখেন আরিয়ান।
ছবি-ইনস্টাগ্রাম