হাবি শোয়েব ইব্রাহিমের সঙ্গে ইদের সেলিব্রেশনে ব্যস্ত দীপিকা
এবছর ২২ ফেব্রুয়রি শোয়েব ইব্রাহিমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন 'শশুরাল সিমর কা' খ্যাত অভিনেত্রী দীপিকা কক্কর। (ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম)
দীপিকা ও শোয়েবের বিয়ে হয় ভোপালে শোয়েবের গ্রামের বাড়িতে। (ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম)
শোয়েবকে বিয়ের পর নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন দীপিকা কক্কর। (ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম)
বিয়ের পর এবছরই জীবনের প্রথম ইদ সেলিব্রেট করতে চলেছেন দীপিকা। (ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম)
ইদের জন্য নিজের হাতে বিশেষ মেহেন্দিও করেছেন দীপিকা। (ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম)
মেহেন্দি করার জন্য নিজের বাড়িতে ডেকেছিলেন বিশেষ মেহেন্দি শিল্পীকে। (ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম)
ইদের জন্য সোনালি এমব্রয়ডারি করা সবুজ রঙের ট্রাডিশনাল শারারা পোশাকও কিনেছেন দীপিকা। (ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম)
বিয়ের পর এটাই তাঁর প্রথম ইদ তাই এই উৎসব নিয়ে তিনি উচ্ছ্বসিত বলে জানান দীপিকা। (ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম)
ইদের দিন নিজের হাতে বিরিয়ানি আর শির কোরমা বানাবেন বলে জানিয়েছেন দীপিকা। (ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম)
তবে শুধু ইদই নয়, ২০ জুন হাবি শোয়েবের জন্মদিনেও স্পেশাল রান্না করবেন বলে জানিয়েছেন দীপিকা। (ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম)
শোয়েবের জন্মদিন আচারি মটন, পনির মাখানি, ডাল বাটি বানাবেন বলেও জানিয়েছেন দীপিকা কক্কর। (ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম)
তবে শুধুই ইদের সেলিব্রেশনই নয়, শোয়েবের পরিবারের সঙ্গে নিয়ম করে রোজাও রেখেছেন দীপিকা। (ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম)
রমজান মাসে শোয়েবের পরিবারের সঙ্গে কাটানো নানান মুহূর্তে নিজের সোশ্যাল সাইটে শেয়ার করেছেন দীপিকা। (ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম)
ইদের জন্য শোয়েবও ছুটি নিয়েছেন বলেও জানান অভিনেত্রী। (ছবি সৌজন্য- ইনস্টাগ্রাম)