রাজ্য জুড়ে চড়ছে পারদ, আগামী ২৪ ঘণ্টায় আরও বাড়বে অস্বস্তি
একদিকে শীতের বিদায় অন্যদিকে রাজ্য জুড়ে গরমের অস্বস্তি।
ভোরবেলা এবং রাতের দিকে ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রার পারদ।
কলকাতায় সকালে সামান্য কুয়াশা থাকবে। বঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকলেও দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা কম।
আগামী সপ্তাহে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং-সহ উত্তরের কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.০৮ ডিগ্রি। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.০ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। বৃষ্টি হয়নি।