Corona-র থেকেও ভয়াবহ মহামারীর জন্ম দেবে Disease X, ইবোলার হদিশ দেওয়া বিজ্ঞানীর সতর্কবার্তা

Tue, 05 Jan 2021-12:51 pm,

Jean-Jacques Muyembe Tamfum. এই বিজ্ঞানীই সবার প্রথমে ইবোলা (Ebola) ভাইরাসের হদিশ দিয়েছিলেন। এবার তিনিই আরও এক ভয়ানক ভাইরাসের ব্যাপারে সতর্ক করলেন।

 

Coronavirus-এর জন্য মহামারী পরিস্থিতি এখনও চলছে। এরই মধ্যে আরও এক বিপদের গন্ধ ছড়াচ্ছে। তাই সতর্ক করলেন সেই বিজ্ঞানী। তিনি জানিয়েছেন, করোনার থেকেও ভয়ানক ভাইরাস ছড়ানোর সম্ভাবনা রয়েছে অদূর ভবিষ্যতেই।

তিনি জানিয়েছেন, African tropical rainforests-এ বহু ভাইরাসের জন্ম হচ্ছে। সেইসব ভাইরাস একবার ছড়াতে শুরু করলে মানবজাতি ধ্বংসের মুখে পড়বে।

 

Jean-Jacques Muyembe Tamfum বলছেন, করোনার পরই হানা দিতে পারে Disease X. COVID-19-এর থেকেও ভয়ানক ভাইরাস এটি। এই ভাইরাসের সংক্রমণ ছড়াবে আগুনের মতো।

Ebola virus-এর সংক্রমণ হার এক সময় চিন্তায় ফেলেছিল বিজ্ঞানীদের। Disease X তার থেকেও দশ গুণ শক্তিশালী ও সংক্রমক বলে আন্দাজ করা হচ্ছে

 

Jean-Jacques Muyembe Tamfum জানিয়েছেন, কঙ্গোর ইংগেন্ডেতে এক মহিলার শরীরে কিছুদিন আগে Disease X-এ আক্রান্ত হওয়ার উপসর্গ ছিল। Hemorrhagic fever ছিল তাঁর।

চিকিত্সকরা আন্দাজ করেছিলেন, ওই মহিলার শরীরে ইবোলা ভাইরাস হানা দিয়েছে। কিন্তু তেমনটা হয়নি। Disease X-এ আক্রান্ত হলে যা যা উপসর্গ থাকে সেই মহিলার শরীরে সেগুলোই ছিল।

বিজ্ঞানীরা আন্দাজ করছেন, করোনার থেকেও ভয়ঙ্কর আকার নিতে পারে Disease X. অর্থাত্, আরও একবার কি তবে মহামারীর জন্য প্রস্তুত হতে হবে গোটা বিশ্বকে! 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link