Sealdah: সংকটে শহর! নিত্যযাত্রীরা ১৪৭টি লোকাল ট্রেন পাবেন না শিয়ালদহ স্টেশনে! কবে থেকে স্বাভাবিক হবে পরিষেবা?

Soumitra Sen Thu, 06 Jun 2024-10:01 am,

আজ, বৃহস্পতিবার শিয়ালদহ বিভাগীয় রেলওয়ে ম্যানেজার দীপক নিগম বিষয়টি আরও পরিষ্কার করে দিলেন। কাজ কতদিন চলবে, কী কাজ হবে, সেজন্য কতদিন প্ল্যাটফর্ম বন্ধ থাকবে, জানিয়ে দিলেন সব। 

তিনি জানালেন, ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম সম্পূর্ণ শাট ডাউন বা পুরোপুরি বন্ধ থাকবে। এবং তিনটি স্টেজে কাজ হবে।

কী কী সেই তিনটি স্টেজ?

স্টেজ ১ 

শহরের দিকে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ১০ মিটার বাড়ানোর কাজ শেষ। 

স্টেজ ২ 

সেখানে আজ মধ্যরাত থেকে রুট রিলে ইন্টার লকিং এবং বৈদ্যুতিকীকরণের সিস্টেম বসবে। 

স্টেজ ৩ 

দমদম স্টেশনের দিকে বর্ধিত আরও ৬০ মিটার প্ল্যাটফর্ম তৈরির কাজ শুরু হবে, এই কাজটি শুরু হবে আনুমানিক ১৭ জুন।

জুনের ৩০ তারিখের মধ্যে সমস্ত কাজ শেষ হবে বলে জানা গিয়েছে। জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে শিয়ালদহ স্টেশনের ২১ টি প্ল্যাটফর্মের সবকটি ১২ কামরার লোকাল ট্রেন ঢোকার উপযুক্ত হয়ে যাবে।

জানা গিয়েছে, আজ, বৃহস্পতিবার মধ্যরাত থেকে রবিবার বেলা ২টো পর্যন্ত শিয়ালদহ স্টেশন ২১ টির মধ্যে ১৬ টি প্ল্যাটফর্ম দিয়ে তার যাবতীয় যাত্রী পরিষেবা চালানোর চেষ্টা করবে। মোট ৪০০ কর্মী টানা কাজ করবেন।

১৪৭টি লোকাল ট্রেন শিয়ালদহ স্টেশনে আসবে না। এগুলি দমদম জংশন অথবা দমদম ক্যান্টনমেন্ট স্টেশন দিয়ে গন্তব্যে যাতায়াত করবে। নৈহাটি, কল্যাণী, কল্যাণী সীমান্ত, ব্যারাকপুর, রানাঘাট, শান্তিপুর, বনগাঁ, হাসনাবাদ লোকাল ঢুকবে না শিয়ালদহ স্টেশনে।

রাজ্য পরিবহণ দফতর এবং কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষকে এই কাজের জন্য কলকাতাগামী অতিরিক্ত বাস ও মেট্রোর ব্যবস্থা রাখার আর্জি জানিয়েছে পূর্ব রেল। 

৮০৬ টি লোকাল ট্রেন শিয়ালদহ স্টেশন দিয়েই যাতায়াত করবে। এই সমস্ত ট্রেন ১২ কামরার হবে। এই তালিকায় কোনো ৯ কামরার ট্রেন রাখা হয়নি। এগুলি ৬ থেকে ১১ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যাতায়াত করবে। নিতান্ত প্রয়োজনে দূর পাল্লার ট্রেনের জন্য রিজার্ভ রাখা ১২ নম্বর এবং ২৩ নম্বর প্ল্যাটফর্ম দিয়েও লোকাল ট্রেন চালানো হতে পারে। 

৪ টি দূরপাল্লার ট্রেন শিয়ালদহ স্টেশনের বদলে কলকাতা স্টেশন দিয়ে যাতায়াত করবে।

শিয়ালদহ আজমের সুপার ফাস্ট এক্সপ্রেস

হাটে বাজারে এক্সপ্রেস

শিয়ালদহ বালুরঘাট এক্সপ্রেস

শিয়ালদহ আসানসোল সুপারফাস্ট এক্সপ্রেস

রাজধানী দুরন্ত-সহ সমস্ত প্রিমিয়াম ট্রেন শিয়ালদহ স্টেশন দিয়েই যাতায়াত করবে।

শিয়ালদহ দক্ষিণ শাখায় এই রদবদলের কোনো প্রভাব পড়বে না।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link