Ditipriya Roy: হটপ্যান্টে বোল্ড দিতিপ্রিয়া, ‘রক্ষে করো রঘুবীর!’ শোরগোল নেটপাড়ায়...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেশ কয়েকদিন ধরেই কখনও নৌকায় কখনও নদীর পাড়ে ছবি পোস্ট করছেন দিতিপ্রিয়া রায়।
আসলে ছুটি কাটাতে টাকি গিয়েছিলেন অভিনেত্রী।
সেখানেই ইছামতীর বুকে মায়ের সঙ্গে নৌকা বিহারে বেরিয়েছিলেন পর্দার রানীমা।
ছুটির সেই সব ছবিই একে একে পোস্ট করেছেন অভিনেত্রী। বুধবার সেরকমই কয়েকটি ছবি পোস্টের পরেই শোরগোল নেটপাড়ায়।
ডেনিম হটপ্যান্ট ও নীল স্লিভলেস টিশার্টে একান্তে সময় কাটাতে দেখা যায় দিতিপ্রিয়াকে।
অভিনেত্রীকে বোল্ড লুকে দেখেই চক্ষু চড়কগাছ তাঁর অনুরাগীদের। কেউ লিখেছেন ‘রানিমার এ কী রূপ!’ কেউ আবার লিখেছেন ‘রক্কে করো রঘুবীর’। কেউ লিখেছেন ‘রানীমা এ কী দৃশ্য দেখছি’।
সম্প্রতি শোনা যায় যে সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবিতে স্বাধীনতা সংগ্রামী বীনা দাসের বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করবেন তিনি।
পাশাপাশি ওটিটিতে মুক্তি পেয়েছে তাঁর ওয়েব সিরিজ, রাজনীতি। বেশ প্রশংসিত হয়েছে তাঁর অভিনয় সহ গোটা সিরিজ।