নিয়মিত পাপোশ পরিষ্কার করেন? না করলে আজই শুরু করুন

Sun, 20 Jun 2021-8:14 pm,

বাড়ির অনেক স্থান ও সামগ্রীই  নিয়মিত পরিষ্কার না করার অভ্যাস রয়েছে অনেকেরই। তারমধ্যে অন্যতম হল Doormat বা বাড়ির প্রবেশদ্বারে রাখা পাপোশ। 

 

ঘরের দরজার বাইরে রাখা পাপোশে পা মুছে ঘরে ঢোকা অভ্যাস।   রাস্তায় পরার জুতোর ময়লা ইত্যাদি থেকে প্রতিদিন নানা জীবাণু ওই পাপোশে আটকে থাকে। এবার ঠিকমতো পাপোশ পরিষ্কার না হলে তা আমাদের শরীরের পক্ষেই ক্ষতিকারক, করোনার সময়ে যতই স্যানিটাইজড করা হোক না কেন, পাপোশ পরিষ্কার না করলে  জীবাণু আটকে থাকতে পারে এই পাপোশে।

পাপোশ পরিষ্কার করার কয়েকটি সহজ উপায় রইল, একটি গামলাতে জল ভরে তাতে বেশি করে ডিটার্জেন্ট এবং স্টেন রিমুভার দিয়ে তাতে পাপোশটি কয়েক ঘণ্টা ডুবিয়ে রাখতে হবে। পরিষ্কার জলটি কাদা জলে পরিণত না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 

পাপোশ ডুবিয়ে রাখা জলটি ক্রমশই গাঢ় থেকে গাঢ়তর হতে শুরু করে।  অবশেষে নোংরা জলটি ফেলে পরিষ্কার জল দিয়ে পাপোশটি পরিষ্কার করতে হবে।

বাইরে থেকে এসে পাপোশের ওপরেই জুতো ঘষে  কাদা ঝড়িয়ে বাড়িতে প্রবেশ করি সকলেই। কিন্তু পরিচ্ছন্নতার অভাবে এই পাপোশে কাদা ও ময়লা জমতে জমতে নিজেই নোংরা হয়ে যায়।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link