ভাল না খারাপ? আপনার শরীরে বাস করছে কয়েক কোটি ব্যাকটেরিয়া

Sun, 23 Sep 2018-6:03 pm,

নিজের শরীরকে যত্ন করে সাজিয়ে তুলতে আমরা কত কিছুই না করি, কিন্তু আপনি কি জানেন কোটি কোটি ব্যাকটেরিয়ার অতি প্রিয় বাসস্থান হল আপনার শরীর! অনেক অনুনয় বিনয় করলেও এই ব্যাকটেরিয়া গুলি কিন্তু আপনাকে কিছুতেই একা ছেড়ে যাবে না।

আনুবীক্ষনিক যন্ত্রে দেখা যাবে, আপনার শরীরে প্রায় কয়েক কোটি রকমের পরজীবী বনস্পতির মতোই আশ্রয় করেছে।

তবে প্রশ্ন, এই ব্যাকটেরিয়া গুলি প্রত্যেকটি‌ই ক্ষতিকর? একদমই নয়। জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই এরাও আমাদের শরীরে জন্ম নেয়। হাজার চেষ্টা করেও এদের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। আপনি দিনে যতবার খুশি স্নান করুন না কেন, তাও রেহাই পাবেন না।

আপনার শরীরে যখন কোনো অসুবিধে হয়, তখন বেশীর ভাগ ব্যাকটেরিয়াই কিন্তু আপনার উপকার করে থাকে।

কিছু ব্যাকটেরিয়া আছে যারা শরীরে থাকে ঠিকই, কিন্তু ভাল মন্দের ক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা পালন করে, আবার কিছু ব্যাকটেরিয়া অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়াদের সহায়ক হিসেবে কাজ করে। অন্যান্য কিছু ব্যাকটেরিয়া আছে যারা ক্ষতিকর ব্যাকটেরিয়াদেরকে আমাদের শরীর থেকে দূর করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে এবং আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

প্রায় হাজার রকমের পরজীবী আপনার শরীরে থাকলেও মূলতঃ তিনটি ব্যাকটেরিয়া আমাদের জীবনে বেশ গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। প্রোপিয়োনিব্যাকটেরিয়াম- যা আমাদের ত্বক ও চুলের বিরক্তিকর সমস্যার জন্য অন্যতম ভাবে দায়ী।

স্ট্যাফিলোকোকাস- এটি শরীরের তেমন ক্ষতি না করলেও, চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতির দ্বারা সংক্রমিত রোগের ক্ষেত্রে ক্ষতিকর ভূমিকা পালন করে এবং কোররিনিব্যাকটেরিয়াম- এটা শরীরের চেপে থাকা অংশ যেমন বগল, হাঁটুর ভাঁজ, যেখানে বেশী ঘামে, সেখানে টক্সিন নিঃসরণ করে তারা এবং ডিপথেরিয়ার মতো কিছু রোগের কারণ হয়।

তবে শরীরে থাকা বেশীর ভাগ ব্যাকটেরিয়াই আমাদের উপকার করে, যেমন বেশ কিছু ব্যাকটেরিয়া অ্যামাইনো অ্যাসিড ও আ্যন্টিবায়োটিক তৈরী করে।

তাহলে দেখা যাচ্ছে শরীরে ব্যাকটেরিয়ার বাস মানেই যে গা ঘিনঘিনে ব্যাপার বা ভয়ের ব্যাপার, তা কিন্তু একেবারেই নয়, এরা অনধিকার ভাবে বসবাস করছে ঠিকই, তবে প্রতিনিয়ত তার প্রতিদান ও দিচ্ছে। তারা আছে বলে আপনিও সুস্থ আছেন...

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link