চোখ থেকে বেরোল ১৫ সেমি লম্বা কৃমি, দেখুন সেই ছবি
চোখে অস্বস্তি বোধ হলেই সঙ্গে সঙ্গে হাত দিয়ে ঘষি অথবা জল দিয়ে ধুয়ে নি। বেশিরভাগ ক্ষেত্রেই চোখের অস্বস্তির কারণ হয়ে ওঠে ধুলো অথবা এলার্জি। কিন্তু চোখের সমস্যা এড়িয়ে গেলে হতে পারে ভয়ঙ্কর বিপদ।
এমনই এক অভিজ্ঞতার মুখে পড়েছেন কর্ণাটকের এক ব্যক্তি। তাঁর চোখের শল্য চিকিত্সার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, ওই ব্যক্তির চোখ থেকে ১৫ সেমি লম্বা কৃমি বের করছেন চিকিত্সক।
৬০ বছরের ওই ব্যক্তি চোখের সমস্যা নিয়ে ভর্তি হন কর্ণাটকের কুন্দপুর হাসপাতালে।
তাঁর চোখের সমস্যা দেখতে গিয়ে চমকে ওঠেন চিকিত্সক শ্রীকান্ত শেট্টি।
চোখের পরীক্ষা করে চিকিত্সকরা দেখতে পান, চলাফেরা করছে ১৫ সেমি লম্বা একটি কৃমি।
এতে ক্ষতিগ্রস্ত হতে পারত তাঁর দৃষ্টিশক্তি।
অস্ত্রোপচার করে কৃমিটি বের করেন চিকিত্সক শেট্টি। গোটা পর্বটি ক্যামেরাবন্দি করে হাসপাতাল কর্তৃপক্ষ।
ওই কৃমিটি বের করে একটি প্লাস্টিক ব্যাগে পুরে দেন চিকিত্সক।
বিশেষজ্ঞদের মতে, কৃমিটি বুচেরিয়া ব্যানক্রোফ্টি। মশার কামড়ে তা ছড়ায়।