Jalpaiguri: তলপেটের যন্ত্রণায় ছটফট করছিলেন যুবক, অস্ত্রোপচারে বেরিয়ে এল ৫০০ গ্রাম ওজনের পাথর!
বহুদিন তলপেটের যন্ত্রণায় ভুগছিলেন জলপাইগুড়ির মোহিতনগর এলাকার বাসিন্দা অনন্ত শিকদার। একসময় হাঁটাচলার শক্তিও হারিয়ে ফেলেছিলেন।
বহু ডাক্তার দেখিয়েও কোনও ফল হয়নি। চিকিত্সার জন্য শেষপর্যন্ত হাজির হন জলপাইগুড়ির সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে। তাঁরা পরীক্ষা করে দেখেন অনন্ত-র মূত্রথলিতে পাথর হয়েছে।
হাসপাতালের সার্জারি বিভাগে অনন্তর অস্ত্রোপচার হয়। মূত্র থলিতে ছুরি চালিয়ে চোখ কপালে উঠল চিকিত্সকদের। সেখান থেকে বেরিয়ে এল প্রায় ৫০০ গ্রাম ওজনের একটি পাথর।
চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রোগীর মূত্র থলিতে ক্রমশই বৃদ্ধি পাচ্ছিল এই পাথরটি। চিকিৎসার পরিভাষায় এটিকে cystotomy বলা হয়। স্টোন ইন ইউরিন ব্লাডার।
রোগীকে সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষার পর অস্ত্রোপ্রচার করা হয়। প্রায় ৫০০ গ্রাম ওজনের এই পাথর কেটে বের করে আনার ফলে এখন সুস্থ রয়েছেন রোগী।