Shankar Ghosh On NB University: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভিসির মতো দুর্নীতিগ্রস্তদের বাঁচাতেই কি আচার্য হচ্ছেন মমতা? সরব বিজেপি বিধায়ক

Tue, 07 Jun 2022-8:18 pm,

মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে থাকাকালীনই উত্তর-দক্ষিণ বিতর্ক উস্কে দিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ। পাশাপাশি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপচার্যের পদত্যাগের দাবিতে ফের সরব হলেন বিজেপি বিধায়ক। -তথ্য ও ছবি-নারায়ণ সিংহ রায়

এসএসসি দুর্নীতির তদন্তে বাগ কমিটির রিপোর্টে রয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম। তাঁর পদত্যাগ  ও বিশ্ববিদ্যালয়ের একাধিক দুর্নীতির প্রতিকার চেয়ে আজ শিলিগুড়ির বাঘাযতীন পার্কের সামনে অবস্থান বিক্ষোভ বসে জেলা বিজেপি। তথ্য ও ছবি-নারায়ণ সিংহ রায়

শঙ্কর ঘোষ বলেন, "উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের শুধুমাত্র উপাচার্য নয়, বিদ্যালয়ের বিভিন্ন দফতর নানা প্রকার দুর্নীতির সঙ্গে জড়িত। বহু প্রাচীন এই বিশ্ববিদ্যালয়ের জমি বেসরকারি হাতে চলে যাচ্ছে। কোন প্রকার সরকারি উদ্যোগ নয় উপাচার্যের নিজস্ব উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে তৈরি হচ্ছে বিজ্ঞান ভবন। যা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। কোথা থেকে আসছে টাকা?" তথ্য ও ছবি-নারায়ণ সিংহ রায়

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে নিয়োগ নিয়ে শঙ্কর বলেন, "কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতি হয়েছে নিয়োগ নিয়ে। কেমিস্ট্রি বিভাগ, সেন্টার ফর হিমালয়ান স্টাডিজ, অফিসার থেকে শিক্ষক নিয়োগের দুর্নীতি খতিয়ে দেখা উচিত।" তথ্য ও ছবি-নারায়ণ সিংহ রায়

আচার্য প্রসঙ্গে শঙ্কর বলেন , "হঠাৎ করে মুখ্যমন্ত্রী আচার্য হতে যাচ্ছেন কেন?  এই দুর্নীতিগ্রস্তদের মাথায় ছাতা ধরার জন্যই কি তিনি আচার্য হচ্ছেন মুখ্যমন্ত্রী। আচার্য যদি তিনি আইনের বলে হন তাহলে আমাদের অন্য কোনও পথ ভাবতে হবে। আসলে আচার্য হওয়া, বিধানসভায় বলতে না দেওয়া এটাই হচ্ছে তৃণমূলের মূল লক্ষ।" তথ্য ও ছবি-নারায়ণ সিংহ রায়

এখানেই থেমে থাকেননি বিজেপি বিধায়ক। তোলেন উত্তর-দক্ষিণ প্রসঙ্গেও। শঙ্কর ঘোষ বলেন, "উত্তরবঙ্গের কেউ এখনওপর্যন্ত  উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হননি। ওপার থেকে এই ধরনের মানুষ গুলো উপাচার্য হন শাসক দলের প্রতিনিধিত্ব ও দুর্নীতি করার জন্য। উত্তরবঙ্গেও বহু মানুষ রয়েছেন যারা যোগ্য। কিন্তু বরাবরের মত বঞ্চনা করা হয়েছে। ওপার থেকে এখানে এসে সর্বময় কর্তা হয়ে যাচ্ছেন। তবে উত্তরবঙ্গ আলাদা রাজ্য নিয়ে যা বলার তা আমাদের রাজ্য স্তরের নেতৃত্বরা বলবেন। উত্তরবঙ্গের উন্নয়নের প্রশ্নে আমি আগেও যা বলেছি আগামীতেও তা বারবার করে বলে যাব। রাজ্য তৈরি করার বিষয় প্রশাসন ঠিক করবে , এটা প্রশাসনিক বিষয়।" তথ্য ও ছবি-নারায়ণ সিংহ রায়

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link