২০ হাজার ফুট উচ্চতায় সিয়াচেনে জওয়ানদের ডেলিভারি করা হল PIZZA
২০ হাজার ফুট উচ্চতায় জম্মু-কাশ্মীরের সিয়াচেনে পিজ্জা ডেলিভারি করল ডোমিনোজ। সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে ভারতীয় সেনা জওয়ানদের জন্যই পিজ্জা ডেলিভারি করা হয়েছিল।
সিয়াচেন বিশ্বের উচ্চতম ও শীতলতম যুদ্ধক্ষেত্র। এখানে সারা বছর ভারতীয় সেনা মোতায়েন থাকে। শীতকালে তুষারপাতের মধ্যেও অত্যন্ত কষ্টের মধ্যেও সেনা জওয়ানরা সীমান্তরক্ষার দায়িত্ব সামলান।
ওই সেনাদের সম্মান জানাতে তাই ২৬ জানুয়ারি সেখানে পিজ্জা পৌঁছানোর পরিকল্পনা করে ডোমিনোজ। তৈরি করে একটি বিশেষ দল। প্রায় তিনমাসের চেষ্টায় ১২ জনের ওই দলটি তৈরি করা হয়।
নির্ধারিত দিনে ওই দল সেখানে পৌঁছে জওয়ানদের হাতে পিজ্জা তুলে দেয়। আর যা পেয়ে জওয়ানরাও খুব আনন্দ পেয়েছে।
সিয়াচেনের তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস। সেখানে জওয়ানদের জন্য এমন একটি উদ্যোগের প্রশংসা করেছেন সবাই।
ডোমিনোজের তরফে নিজেদের ট্যুইটার অ্যাকাউন্টে এই নিয়ে পোস্ট করা হয়। সিয়াচেনে পিজ্জা পৌঁছাতে পেরে তারা যে গর্বিত, তাও জানানো হয়েছে সংস্থার তরফে।