গোটা দুনিয়া ধ্বংস করতে পারে! সেই Nuclear Football নিয়ে হাসপাতালে গেলেন ট্রাম্প
করোনা টেস্টে পজিটিভ হওয়ার একদিন পরই ওয়াল্টার রিড আর্মি হাসপাতালে ভর্তি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা যাচ্ছে, তিনি হাসপাতালে গিয়েছেন একটি সন্দেহজনক ব্যাগ নিয়ে। সেই ব্যাগ এখন আকর্ষণের কেন্দ্রে! কী এমন আছে সেই ব্যাগে!
মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, সেই রহস্যজনক ব্যাগে রয়েছে নিউক্লিয়ার ফুটবল। যা কি না কয়েক মিনিটে গোটা দুনিয়া ধ্বংস করে দিতে পারে।
হোয়াইট হাউস থেকে হাসপাতালে যাওয়ার সময়ই সেটি নিজের সঙ্গে নিয়ে গিয়েছেন ট্রাম্প। জানা যাচ্ছে এমনই। করোনা আক্রান্ত হওয়ার পরও তিনি সেই নিউক্লিয়ার ফুটবল নিজের কাছে রেখেছেন।
সেই রহস্যজনক ব্যাগটিকে Presidential Emergency Satchel বলা হয়। মার্কিন প্রেসিডেন্ট সেটি সব সময় নিজের কাছে রাখেন বলেই জানা যাচ্ছে।
১৯৬২ সালে তত্কালীন প্রেসিডেন্ট জন এফ কেনেডির প্রাণসংশয় দেখা দিয়েছিল। তার পর থেকেই তিনি এই নিউক্লিয়ার ফুটবল নিজের সঙ্গে রাখতেন। তার পর থেকে এই অস্ত্র মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে থাকাটাই প্রোটোকল। অর্থাত্, মার্কিন প্রেসিডেন্ট সব সময় পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছেন।