করোনায় কাবু `বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি`! মাস্ক পরে ভর্তি হতে গেলেন হাসপাতালে
মার্কিন প্রেসিডেন্ট তিনি। মাস্কের তোয়াক্কা করেননি। করোনা তাঁর মতো শক্তিশালী ব্যক্তিকে ছুঁতে পারবে না বলে দাবি করেছিলেন। সেই ডোনাল্ড ট্রাম্প করোনায় কাবু।
মাস্ক পরে, হেলিকপ্টারে চেপে হাসপাতালে ভর্তি হতে গেলেন ট্রাম্প। তাঁর চিকিত্সা শুরু হয়েছে। ওয়াল্টার রিড মিলিটারি হাসপাতালে ভর্তি রয়েছেন ট্রাম্প।
সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছিলেন ট্রাম্প। স্ত্রী মেলানিয়া ট্রাম্পের সঙ্গে কোয়ারেন্টিনে থাকবেন বলে শুরুতে জানিয়েছিলেন।
ট্রাম্পের শরীরে মৃদু উপসর্গ ছিল। তবে অস্বস্তি ছিল। আর তাই তিনি হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন। আগের থেকে তিনি একটু ভাল আছেন বলে জানা যাচ্ছে।
করোনার পরীক্ষামূলক চিকিত্সার ব্যাপারে সায় দিয়েছেন ট্রাম্প। অর্থাত্, আগামী কয়েকদিন তাঁর শরীরে নতুন কোনো ওষুধ প্রয়োগ করতে পারেন চিকিত্সকরা।