আপনার Half Can Beer-ই হয় নেশা, চলে যায় হাত-চোখের নিয়ন্ত্রণ

Sun, 27 Dec 2020-3:20 pm,

নিজস্ব প্রতিবেদন: অবাক হচ্ছেন? ভাবচ্ছেন, ওই টুকু বিয়ারে নেশা হয় নাকি আবার! অনেকেই মদ খেতে খেতে বলেন 'দূর নেশা হচ্ছে না'। অর্থাৎ ধুনকি থেকে মাটিতে টলে পরার মধ্যবর্তী অবস্থায় যতক্ষণ না পৌঁছানো হচ্ছে, ততক্ষণ খেয়ে যাওয়ার প্রবণতা থাকে অনেকেরই। কিন্তু জানেন  কি, হাফ ক্যান বিয়ার খেলেও হাতের নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে যায়, চোখের দৃষ্টি আবছা হয়ে আসে। এর পরিমাণ এতই অল্প হয় যে তা উপলব্ধি করার আগেই আরেক পেগ খেয়ে ফেলেন আপনি।

তাই নতুন বছরের উদযাপনে চুটিয়ে বিয়ার খাওয়ার আগে জেনে নিন মার্কিন মুলুকের ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন ওরফে নাসার জারি করা সতর্কবার্তা। নতুন যে গবেষণা করা হয়েছে, তাতে দেখা গিয়েছে, হাফ ক্যান বিয়ার খেলেও হাতের নিয়ন্ত্রণক্ষমতা হারিয়ে যায়, চোখের দৃষ্টি আবছা হয়ে আসে। 

তাই অল্প পরিমাণে বিয়ার খেয়েও গাড়ি চালানো একেবারে উচিত হবে না। অবস্থা বুঝে ওঠার আগে যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। 

কম বেশি অনেকেই জানেন, হাফ ক্যান বিয়ার খেলে হাত কাঁপা ও চোখের দেখার ক্ষমতা বিঘ্নিত হতে পারে, ০.০১৫ শতাংশ। কিন্তু নাসা-র সমীক্ষা বলছে যে এই অনুপাতটা আদতে ২০ শতাংশ!

কাজেই নিউ ইয়ারে পার্টিতে বিয়ার খাওয়ার পরিকল্পনা থাকলে গাড়ি চালিয়ে যাওয়া আসা করার পরিকল্পনা একেবারে বাতিল করে ফেলুন। কারণ, যত অল্প পরিমাণেই বিয়ার খাওয়া হোক না কেন, তার প্রতিক্রিয়া শুরু হয়ে যাবে। প্রভাবিত করতে থাকবে আপনার শরীরের স্নায়ুপথকে। 

নাসা জানিয়েছে ,৭৫ কেজি ওজন পর্যন্ত তরুণ প্রজন্মের স্বেচ্ছাসেবীদের নিয়ে পরীক্ষা করা হয়।  যেখানে অল্প পরিমাণে বিয়ার খাইয়ে তাঁদের ড্রাইভিং স্কিল খতিয়ে দেখা হয়। আর সেই পরীক্ষার ফলাফলে উঠে আসে এই তথ্য।  নিউ ইয়ার সেলিব্রেশন-পার্টির আগেই সতর্ক করল নাসা।  তাই পার্টিতে মদের ফোয়ারায় বিন্দুমাত্র অংশগ্রহণ করলেও গাড়ি চালিয়ে বাড়ি ফেরা বা যাতায়াত করার ভাবনা চিন্তা একেবারে বাতিল করুন। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link