রিয়া কোথায় রয়েছেন জানি না : মুম্বই পুলিস কমিশনার
অভিনেত্রী রিয়া চক্রবর্তী বর্তমানে কোথায় রয়েছেন, তা জানা নেই কিন্তু তাঁকে ডাকলেই পুলিসের সামনে হাজির হচ্ছেন তিনি
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় মুম্বই পুলিস যে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে, সেখানে পুরোদমে সাহায্য করছেন রিয়া চক্রবর্তী। যদিও অভিনেত্রী বর্তমানে কোথায় রয়েছেন, তা মুম্বই পুলিসের জানা নেই বলে জানালেন মুম্বইয়ের পুলিস কমিশনার পরমবীর সিং
জিজ্ঞসাবাদের জন্য রিয়াকে ডাকলেই তিনি পুলিসের সামনে হাজির হচ্ছেন বলেও মুম্বই পুলিস কমিশনার জানান।
এদিকে রিয়া চক্রবর্তীর আইনজীবী সতীশ মানশিন্ডে জানান, রিয়া চক্রবর্তী বেপাত্তা বলে বিহার পুলিস যে দাবি করেছে, তা ঠিক নয়। তদন্তের স্বার্থে মুম্বই পুলিসকে সম্পূর্ণ সহযোগিতা করছেন রিয়া। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেই তিনি হাজির হচ্ছেন থানায়। পাশাপাশি মুম্বই পুলিস ইতিমধ্যেই রিয়ার বয়ান রেকর্ড করেছে
এসবের পাশাপাশি সতীশ মানশিন্ডে আরও দাবি করেন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে বিহার পুলিসের কোনও নোটিস রিয়ার কাছে এখনও পৌঁছয়নি। শুধু তাই নয়, বিহার পুলিসের কোনও অধিকার নেই এই মামলায় তদন্ত করার। কারণ বিহার থেকে তদন্ত প্রক্রিয়া যাতে মুম্বইতে স্থানান্তিরত করা হয়, তার জন্য শীর্ষ আদালতের কাছে তাঁর মক্কেল আবেদন করেছেন। তাই বিষয়টি এখন বিচার বিভাগের অধীন বলেও দাবি করেন রিয়ার আইনজীবী
গত সপ্তাহে সুশান্ত সিং রাজপুতের বাবা পাটনার রাজীব নগর থানায় রিয়া চক্রবর্তী সহ ৫ জনের বিরুদ্ধে এফআইার দায়ের করেন। সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া, জোর করে অর্থ আদায় সহ ১৬ দফা অভিযোগ এনে এফআইআর দায়ের করেন সুশান্তের বাবা কে কে সিং