ওল্ড ইজ গোল্ড : ফোন পুরনো হলেও ফেলবেন না...

Mon, 29 Jan 2018-8:40 pm,

পুরনো ফোন মানেই সেটা বাতিল করে দেওয়া নয়। তা দিয়ে আপনি ৯ রকম কাজ করতে পারেন। যদিও, তার অনেকগুলোই আপনি হয়তো জানেন। তবুও সবগুলো মনে থাকে না। তাই সেগুলি রইল আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য। 

পুরনো ফোনটিতে যদি শক্তিশালী ক্যামেরা ব্যাকআপ থাকে, তাহলে বাড়ি বা অফিসে নজরদারী চালাতে সেটিকে সিসিটিভি ক্যাম হিসেবেও ব্যবহার করা যেতেই পারে। তবে তার জন্য অবশ্য ডাউনলোড করতে হবে অ্যাপ।

অচেনা জায়গায় যাচ্ছেন? রাস্তা চেনেন না? পুরনো ফোনটিকে বানিয়ে ফেলুন জিপিএস ডিভাইস। সহজেই পৌঁছে যান নিজের গন্তব্যে।

অফিস, বাড়ি এমনকী ঘুরতে গিয়ে ছবি তুলেছেন? চোখের সামনে ধরে রাখতে চান সেই মুহূর্তগুলি? পুরনো ফোনটিতে অ্যাপ ডাউনলোড করে সেটিকে বানিয়ে তুলুন ডিজিটাল ফটোফ্রেম।

পুরনো ফোনটি যদি ডিএলএনএ যুক্ত হয়, তাহলে সেটিকে সহজেই মাল্টিমিডিয়া ডিভাইস হিসেবে ব্যবহার করতে পারেন।

পুরনো ফোনটিতে যদি আইআর ব্লাস্টার্স থাকে, তাহলে ঘরে ফেলে রাখার বদলে সেটিকে বানিয়ে তুলুন ইউনির্ভাসাল রিমোট। কন্ট্রোল করুন টিভি থেকে এয়ারকন্ডিশনার সব কিছুই।

ফোনটিতে ভিডিও গেম ডাউনলোড করে অবসর সময়ে খেলতেও পারেন।

ফোনটি ঘরে ফেলে নষ্ট করবেন কেন? বই পড়ার নেশা থাকলে তাতে ই-বুক ডাউনলোড করে অবসর সময় পড়তে পারেন। সময় কাটবে বেশ ভালই...

ফোনটির ওয়াই-ফাই যদি কাজ করে, তাহলে চটপট সেটিকে কম্পিউটার, ল্যাপটপ বা অন্যান্য ডিভাইসের জন্য মোডেম হিসেবে ব্যবহার করতে পারেন।

সন্তান বড় হচ্ছে? দীর্ঘদিন ধরে একটি স্মার্টফোনের আবদার করছে? আপনার ফোনটি বাতিল না করে সেটি দিয়ে সহজেই আপনার সন্তানের হাতেখড়ি হতে পারে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link