নস্ট্যালজিয়া উসকে ফের কলকাতার রাস্তায় ছুটবে দোতলা বাস

Wed, 25 Jul 2018-3:32 pm,

কলকাতার রাস্তায় আবারও ছুটবে দোতলা বাস। কী, কথাটা উসকে দিল না নস্ট্যালজিয়া? দোতলা বাসে যাত্রার স্বাদ প্রায় ভুলতে বসেছে কলকাতা। কিন্তু, খুব শীঘ্রই ফিরতে চলেছে সে...

সময়টা ১৯২৬ সাল। শহরের রাস্তায় দোতলা বাস শহর কলকাতাকে এক অন্য মাত্রা দিয়েছিল। নিত্যযাত্রীরা তো বটেই, পুরানো দিনের গল্প-সিনেমাতেও এই বাসের উল্লেখ রয়েছে।

কিন্তু, ১৯৯৭ সাল থেকেই কলকাতার থেকে রাস্তায় কমতে শুরু করে দোতলা বাস। ২০০৯ সালে কলকাতা হাইকোর্টের রায়ে নিজেকে পাকাপাকিভাবে গুটিয়ে নিয়েছিল জনতার সাধের ডবল ডেকার। তবে এখনও অনেকেরই মনের কোণায় গাঁথা রয়েছে সেই দ্বিতল সফরের অভিজ্ঞতা। সেই মজার সফর আবারও ফিরতে চলেছে কলকাতায়।

বিদায় নেওয়ার প্রায় ৯ বছর পর একেবারে নতুন চেহারায় শহরের রাস্তায় ফিরছে দোতলা বাস। 

জুন মাসে পরিবহণ সচিব বি পি গোপালিকাকে লন্ডনে পাঠানো হয়েছিল। সেখানকার অভিজ্ঞতার ভিত্তিতে তিনিই এবার এ বিষয়ে বেশ কিছু পরিকল্পনা করেছেন।

পরিবহণ সচিব সেসব পরিকল্পনার বিষয়ে জানিয়েছেন বিভাগীয় মন্ত্রী শুভেন্দু অধিকারী-কে।

বিধানসভায় সেসব পরিকল্পনার কথা জানিয়েছেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।

লন্ডনের মতো কলকাতাতেও দোতলা বাস চালাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে লালের বদলে এবার দোতলা বাস হবে নীল সাদা।

বর্তমানে ইকো পার্ক থেকে ইকো আরবান ভিলেজ পর্যন্ত দোতলা বাস চালানো হয়। সাড়ে তিন কিলোমিটার এই যাত্রার ভাড়া ২০ টাকা। এবার কলকাতায় রাস্তায় ফিরছে সেই ঐতিহ্য।

ফের রাস্তায় নতুন করে দেখা দিয়েছে শহরের পুরনো প্রেম। তবে যানজটে নাকাল শহরে দোতলাবাস পরিষেবা ফের চালু হলে তা কতটা সফল হবে, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link