করোনা আবহে ভয়াবহ বন্যা চিনে, ৪ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি, মৃত ১২

Thu, 11 Jun 2020-4:14 pm,

নিজস্ব প্রতিবেদন: বন্যা তার সঙ্গে ভূমিধস। চিনের দক্ষিণাংশের অবস্থা শোচনীয়। ঘরছাড়া হয়েছেন হাজারো মানুষ। মৃত ও নিখোঁজ মিলে সংখ্যাটা এক ডজন। ইয়াংশুওতে উদ্ধার কাজ চালাচ্ছে উদ্ধারকারি দল।

 

সবে করোনা যুদ্ধ জয় করে উঠে দাঁড়িয়েছে চিন। তারপরেই ইয়াংশুওর এই বন্যায় তছনছ হয়ে গিয়েছে পর্যটন কেন্দ্রগুলি। জলমগ্ন রাস্তাঘাট। ব্যাপক বন্যা ও বৃষ্টিপাতের জন্য প্রায় ২ লক্ষ ৩০ হাজার মানুষকে স্থানান্তরিত করা হয়েছে। গৃহহীন হয়ে পড়েছেন ১ হাজার ৩০০ মানুষ। চিনের সংবাদ মাধ্যম জিনহুয়া সূত্রে এমনটাই খবর মিলেছে।

 

কমপক্ষে ১ হাজার হোটেল বন্যা বিধ্বস্ত হয়ে পড়েছে। ৩০ টিরও বেশি পর্যটন স্থান সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে। রোঙ্গানে অধিক বৃষ্টিপাতের জন্যই এই বন্যা। দ্রুত গতিতে উদ্ধারের কাজ চলছে।

সরকারি হিসেব অনুযায়ী এই বন্যায় প্রায় ৫৫০ মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। ভারতীয় মুদ্রায় ৪ হাজার ১৬৫ কোটি টাকারও বেশি।

চিনের দক্ষিণ অংশে আরও কয়েক দিন ধরে এই বৃষ্টিপাত চলবে। এমনটাই আশঙ্কা রয়েছে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link