পোখরানে বিস্ফোরণ! সেদিন কীভাবে আগুন-ডানা মেলে ধরলেন `মিসাইল ম্যান` আব্দুল কালাম?
ড. এ পি জে আব্দুল কালাম ছিলেন একজন স্বনামধন্য বিজ্ঞানী। তাঁর হাত ধরেই ভারত পরমাণুশক্তিতে স্বয়ংসম্পূর্ণতার পথে হাঁটতে শুরু করে।
ইসরোর সর্বময় কর্তা থাকাকালীনই এ পি জে আব্দুল কালাম ভারতকে পরমাণুবিজ্ঞানে আত্মনির্ভরশীল করেন। তাঁর আমলেই ভারত প্রথম 'স্যাটেলাইট লঞ্চ ভেহিকল' (এসএলভি) তৈরি করে।
তাঁর তত্ত্বাবধানেই পোখরানে পরমাণুবোমা পরীক্ষা ভারতকে পরমাণুশক্তিধর দেশগুলির দলে নিয়ে আসে।
'অগ্নি' ও 'পৃথ্বী' মিসাইলের সফল উৎক্ষেপণের সঙ্গেও জড়িয়ে কালামের নাম।
তাঁর বিখ্যাত আত্মজীবনী 'উইংস অফ ফায়ার'। দীর্ঘদিনের বেস্টসেলার।
কালাম দেশের দু'টি সংস্থাকেই নেতৃত্ব দিয়েছেন-- 'ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন' (ডিআরডিও) এবং 'ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন' (ইসরো)-এর সর্বময় কর্তা ছিলেন তিনি। ১৯৯৭ সালে কালাম দেশের সর্বোচ্চ সম্মান 'ভারতরত্ন' পেয়েছিলেন।