পোখরানে বিস্ফোরণ! সেদিন কীভাবে আগুন-ডানা মেলে ধরলেন `মিসাইল ম্যান` আব্দুল কালাম?

Soumitra Sen Thu, 27 Jul 2023-6:27 pm,

ড. এ পি জে আব্দুল কালাম ছিলেন একজন স্বনামধন্য বিজ্ঞানী। তাঁর হাত ধরেই ভারত পরমাণুশক্তিতে স্বয়ংসম্পূর্ণতার পথে হাঁটতে শুরু করে। 

ইসরোর সর্বময় কর্তা থাকাকালীনই এ পি জে আব্দুল কালাম ভারতকে পরমাণুবিজ্ঞানে আত্মনির্ভরশীল করেন। তাঁর আমলেই ভারত প্রথম 'স্যাটেলাইট লঞ্চ ভেহিকল' (এসএলভি) তৈরি করে।  

তাঁর তত্ত্বাবধানেই পোখরানে পরমাণুবোমা পরীক্ষা ভারতকে পরমাণুশক্তিধর দেশগুলির দলে নিয়ে আসে। 

'অগ্নি' ও 'পৃথ্বী' মিসাইলের সফল উৎক্ষেপণের সঙ্গেও জড়িয়ে কালামের নাম। 

তাঁর বিখ্যাত আত্মজীবনী 'উইংস অফ ফায়ার'। দীর্ঘদিনের  বেস্টসেলার। 

কালাম দেশের দু'টি সংস্থাকেই নেতৃত্ব দিয়েছেন-- 'ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন' (ডিআরডিও) এবং 'ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন' (ইসরো)-এর সর্বময় কর্তা ছিলেন তিনি। ১৯৯৭ সালে কালাম দেশের সর্বোচ্চ সম্মান 'ভারতরত্ন' পেয়েছিলেন। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link