আইসোলেশন ওয়ার্ড-কোয়ারেন্টাইন- রাজ্যকে সাহায্যে তৈরি শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট
নিজস্ব প্রতিবেদন: বিলেত ফেরত তরুণের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাসের উপস্থিতি। হঠাত্ করে ভিড় বেড়ে গিয়েছে বেলেঘাটা হাসপাতালে। এমতাবস্থায় এগিয়ে এল কলকাতা বন্দর বা ডঃ শ্য়ামাপ্রসাদ মুখার্জি পোর্ট (Dr Syama Prasad Mookerjee Port)।
শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে তৈরি করা হয়েছে আপত্কালীন আইসোলেশন ওয়ার্ড। থাকছে ৮টি বেড।
২টি ভেন্টিলেটর ও ২টি বাইপ্যাপ মেশিনও রয়েছে ওই ওয়ার্ডে। থাকছে নেবুলাইজার মেশিন। সাকশন মেশিন ও মনিটরও রয়েছে।
এর পাশাপাশি রিমাউন্ট রোডে তৈরি করা হয়েছে কোয়ারেন্টাইন। সেখানে রয়েছে ১২টি শয্যা।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্ত আধুনিক ব্যবস্থাই থাকছে। রাজ্য সরকার চাইলে সাহায্য নিতে পারে।
প্রসঙ্গত, গত জানুয়ারিতে কলকাতা পোর্টস্ট্রাটকে নতুনকরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাম দেন, ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট।