DRDO Recruitment 2021: ৭০ হাজারের উর্ধে বেতন, সঙ্গে DA, একাধিক শূন্যপদে নিয়োগ

Mon, 12 Jul 2021-2:27 pm,

নিজস্ব প্রতিবেদন: শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা DRDO। ৬৮টি শূন্যপদে এই নিয়োগ করা হবে। সংস্থার অধীনস্ত এরোনটিক্যাল ডেভেলপনমেন্ট এজেন্সির (ADA) জন্য প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রার্থীরা সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট rac.gov.in এ আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে DRDO জানিয়েছে, প্রোজেক্ট ইঞ্জিনিয়ার পদে সীমিত মেয়াদে নিয়োগ করা হবে। এর মধ্যে ডিজাইন, ডেভেলপমেন্ট, সিস্টেম ও সাব-সিস্টেম টেস্টিংসহ বিভিন্ন ক্ষেত্রে শূন্যপদ রয়েছে। 

প্রোজেক্ট ইঞ্জিনিয়ার ১ পদে আবেদনের জন্য ন্যুনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ৫০ হাজার টাকা বেতনসহ ডিএ মিলবে। মোট শূন্যপদের সংখ্যা ৪৬। প্রোজেক্ট ইঞ্জিনিয়ার ২ পদের জন্য কমপক্ষে  ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মোট ১৭টি শূন্যপদে নিয়োগ হবে। বেতন ৬০ হাজার টাকা ও সঙ্গে মিলবে ডিএ।

 প্রোজেক্ট ইঞ্জিনিয়ার ৩ এ মোট ৫টি শূন্যপদ রয়েছে এই বিভাগে। ন্যুনতম ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের। বেতন ৭০ হাজার টাকা। সঙ্গে থাকবে ডিএ। 

প্রিলিমিনারি ইন্টারভিউতে পাশ করলে প্রার্থীদের পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে। সরকারি কর্মীদের তাঁদের নিয়োগকর্তার থেকে আনা প্রমাণপত্র দেখাতে হবে। পার্সোনাল ইন্টারভিউতে পাওয়া নম্বরের ভিত্তিতেই প্রার্থীদের চূড়ান্ত সিলেকশন হবে।

চূড়ান্ত সিলেকশনের জন্য পার্সোনাল ইন্টারভিউতে ১০০ তে ৭০ পেতে হবে আনরিজার্ভড ক্যাটেগরির প্রার্থীদের। এদিকে রিজার্ভড ক্যান্ডিডেটদের পেতে হবে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর।

৮ জুলাই থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। ADA ওয়েবসাইটে লগ ইন করে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিন পর্যন্ত সময়সীমা থাকবে আবেদনের।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link