এক মিনিটে ছুঁড়বে সাতশো বুলেট! DRDO-র ঘাতক অস্ত্র এবার উঠবে ভারতীয় সেনার হাতে
প্রতিরক্ষা ক্ষেত্রে ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে ভারত। বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে ভারতের। গত কয়েক বছরে সামরিক শক্তি বৃদ্ধিতে বিশেষ নজর দিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক।
DRDO ভারতের প্রতিরক্ষা বিভাগকে শক্তিশালী করে তোলার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। আর এবার DRDO-র তৈরি বিশেষ ক্ষমতাসম্পন্ন কার্বাইন দেশের সেনাবাহিনীর হাতে ওঠার জন্য তৈরি।
এক মিনিটে সাতশো বুলেট ছুঁড়তে পারবে এই কার্বাইন। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। শত্রুবিনাশে এই কার্বাইন বড় ভূমিকা নিতে পারে।
Joint venture protective carbine নাম দেওয়া হয়েছে এটির।
পুরনো নাইন এমএম কার্বাইন-এর জায়গায় সেনাকে এই বিশেষ অস্ত্র দেওয়া হবে। CRPF ও BSF-এর জওয়ানদের হাতেও এই অস্ত্র উঠবে কি না, সেই ব্যাপারে এখনও কিছু খোলসা করে বলা হয়নি।
DRDO-র পুণে ল্যাব ও অর্ডিন্যান্স ফ্যাক্টরি এই অস্ত্র বানিয়েছে। অনেক আগেই Ministry of Home Affairs-এর ট্রায়াল পাশ করেছে এই কার্বাইন।
এটি গ্যাসচালিত সেমি অটোমেটিক 5.56 x 30 হাতিয়ার। কার্বাইন ব্যারেল রাইফেলস-এর থেকে আকারে ছোট হয়। তবে শক্তি অনেক বেশি।