এক নজরে Dream11; IPL-এর নতুন স্পনসরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ধোনি
টাটা গ্রুপ, জিও -র মতো সংস্থাকে টেক্কা দিয়ে আমিরশাহিতে আইপিএল-এর টাইটেল স্পনসর হল ফ্যান্টাসি অ্যাপ Dream11।
২০০৮ সালে মুম্বাইয়ে তৈরি হয়েছিল ড্রিম ইলেভেন। তৈরি করেছিলেন দুই ভারতীয় ব্যবসায়ী হর্ষ জৈন এবং ভাবিশ শেঠ। ভারতীয় ক্রিকেট ফ্যানদের জন্য ফান্টাসি স্পোর্টস চালু ২০১২ সালে।
সংস্থার এক কর্তা জানিয়েছেন, অনলাইন গেমিং ভারতের দ্রুত জনপ্রিয় হয়েছে। ভবিষ্যতে বাজার আরও বাড়বে। আইপিএল ব্যাপারটাকে অন্যমাত্রা দেবে ড্রিম ১১।
ড্রিম ১১- এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মহেন্দ্র সিং ধোনি। আর সেটাও সংস্থার পক্ষে বেশ ইতিবাচক বলে মনে করছেন তারা।
খেলার দুনিয়ার সঙ্গে যোগাযোগ অনেকদিন ধরেই ড্রিম ইলেভেন এর। ২০১৮ সালে আইসিসি-র ফ্যান্টাসি গেম পার্টনার হয় ড্রিম ইলেভেন। ২০১৯ সালে আইপিএলে কো-স্পনসর হিসেবে চার বছরের জন্য চুক্তি হয়। এছাড়া প্রো-কাবাডি লিগ, বিগ ব্যাশ, মেয়েদের বিগ ব্যাশের কো-স্পনসর। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, আইএসএল-এর সরকারি ফ্যান্টাসি পার্টনার ড্রিম ইলেভেন।