ভারী তুষারপাতের জেরে কাশ্মীরে বিঘের পর বিঘে পচছে আপেল
ভূস্বর্গে টানা তুষারপাত। পুরু বরফের চাদরে ঢাকা পড়েছে দক্ষিণ কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা। খুশি পর্যটকরা।
কিন্তু মাথায় হাত আপেল চাষিদের। প্রবল ঠাণ্ডা আর ভারী তুষারপাতের কামড়ে নষ্ট হচ্ছে বিঘের পর বিঘে আপেল গাছ।
অবরুদ্ধ হয়ে পড়ায় বাগানেই পচছে সুস্বাদু কাশ্মীরি আপেল।
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পুলওয়ামা জেলায়।
পুলওয়ামার মুখ্য কৃষি আধিকারিক আর কে কটওয়াল জানান, আপেলের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে একটি কমিটি তৈরি করা হয়েছে।
দ্রুত সেই রিপোর্ট সরকারকে জমা দেওয়া হবে। চাষিদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয় প্রশাসনের তরফে।