Durand Cup: ফুটবলে শট মেরে ডুরান্ডের কিক-অফ করলেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee

Sun, 05 Sep 2021-6:42 pm,

রবিবাসরীয় বিকালে শুরু হয়ে গেল ঐতিহ্যবাহী ১৩০ তম ডুরান্ড কাপ। ভিআইপি বক্সে বসে খেলা দেখছেন মমতা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ফুটবলে শট মেরে কিক-অফ করলেন টুর্নামেন্টের। দুই দলের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করছেন মুখ্যমন্ত্রী।

ডুরান্ড কাপের তিনটি ট্রফির সঙ্গে ফটো সেশন। দুরন্ত এক মুহূর্ত। সেনার একাধিক কর্তার সঙ্গে মুখ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি।

সেনার হেলিকপ্টার থেকে যুবভারতীতে হলো পুস্পবৃষ্টি। আকাশ থেকে পড়ছে ফুলের পাঁপড়ি।

 

উদ্বোধনে পারফর্ম করছে সেনার ব্যান্ড।

সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন (Vivekananda Yuva Bharati Krirangan, VYBK) ডুরান্ডের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে মহমেডান স্পোর্টিং (Mohammedan SC) ও ভারতীয় বায়ু সেনা (Indian Air force)। ডুরান্ডের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর। যুবভারতী ছাড়াও খেলা হবে কলকাতার মোহনবাগান মাঠে। এছাড়াও তৃতীয় ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে কল্যাণী মিউনিসিপ্যাল স্টেডিয়াম।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link