দেখুন ছবিতে: বিজয়ায় বিষাদের সুর, বাঁজা কদমতলা ঘাটে চলছে বিসর্জন
নিজস্ব প্রতিবেদন: বিজয়ায় বিষাদের সুর। সপরিবারে বিদায় নিলেন দুর্গা।
মাকে বরণ করার পর দশমীতে চলে মহিলাদের সিঁদুর খেলা। তারপর বিসর্জন।
বিভিন্ন পুজো মণ্ডপে প্রতিমা থাকলেও ঘরের প্রতিমা তিথি মেনেই বিসর্জন হচ্ছে।
বাঁজা কদমতলা ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন।
লাল পাড় সাদা শাড়িতে সাবেকিয়ানার সাজ মহিলাদের। নিরঞ্জন দেখতে হাজির হয়েছেন বাঁজা কদমতলা ঘাটে।
অনেকেই ক্যামেরায় ধরে রাখছেন বিসর্জনের মুহুর্ত।
সুষ্ঠু বিসর্জনের জন্য সবরকম ব্যবস্থা করেছে প্রশাসন। রয়েছে ক্রেনও।