নবমীতে দিল্লি-মুম্বই-বেঙ্গালুরুর পুজো প্যান্ডেলগুলিতেও মানুষের ঢল
নবমীতে পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের অধিকাংশ শহরেও দুর্গাপুজোর প্যান্ডেল মানুষের ভিড়। ভুবনেশ্বরে ইরোরা গুহার আদলে তৈরি হয়েছে প্যান্ডেল।
প্রাচীন গুহামানবের জীবন তুলে ধরা হয়েছে ভুবনেশ্বরের প্যান্ডেলে।
বেঙ্গালুরুতেও ঘটা করে চলছে দুর্গাপুজো।
বেঙ্গালুরুর একটি পুজোর আয়োজন করেছেন সেখানকার বিহারিরা। এবার বিহারের বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য বিশেষ প্রার্থণার আয়োজন করা হয় এই পুজোয়।
জুহুতে বিশ্বজিত চট্টোপাধ্যায়ের পুজোতে গিয়ে অঞ্জলি দেন হৃতিক রোশন ও রাকেশ রোশন।
প্রতিবারের মতো এবারেও ধুমধাম করে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে দিল্লির চিত্তরঞ্জন পার্কে। নবমীর পুজো উপলক্ষ্যে প্যান্ডেলে মানুষের ঢল।
নবমীতে গোরক্ষপুরে গোরক্ষনাথ মন্দিরে কন্যা পূজন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ।