পুজোয় রমণীদের মন জয়ে কীভাবে সাজবেন পুরুষরা? কোন ভুলটা করবেন না?
পুজোর কটা দিন হাতে হাতে, চোখে চোখ। মনের মানুষের সঙ্গে বেড়িয়ে পড় ঠাকুরদেখায়। ফেসবুকের বন্ধুর সঙ্গেও দেখা করার আদর্শ সময়। জমিয়ে খাওয়া-দাওয়া, থিম দর্শনের সঙ্গেই চলে প্রেম। এমন চারটে দিন কেউ হাতছাড়া করতে চান না। কিন্তু এই চারদিন কীভাবে নিজের স্টাইলে মনের মানুষকে কাত করবেন?কীভাবেই বা ঠাকুর দেখার লাইনে রমণীদের মন জয় করবেন? রইল কয়েকটি পরামর্শ
দাড়ি-গোঁফ রাখলে যত্ন করে কেটে যান। অল্প ওঠা দাড়ি রাখবেন না, তার চেয়ে বরং পরিচ্ছন্ন মুখ রাখুন।
চুলে অত্যাধিক স্পাইক করবেন না। বা বেশি পরীক্ষানিরীক্ষা করতে যাবেন না।
ফ্যাশনের ক্ষেত্রে 'লেস ইজ মোর'! অত্যাধিক বেশি কিছু ট্রাই করতে যাবেন না। মহিলারা পছন্দ করেন না। কায়দা দেখাতে গেলে ডুববেন। তাই মাননসই পোশাক পরে প্রেমিকার হৃদয় হরণ করুন।
কী ধরনের জুতো পরছেন? পুরুষদের জুতো দেখেই তাঁর স্টাইল সেন্স বোঝা যায়। ফলে জামা-কাপড়ের সঙ্গে মাননসই জুতো পরুন। অবশ্যই চপ্পল এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন।
পুজোয় দীর্ঘক্ষণ নিজেকে ফ্রেশ রাখতে এবং দুর্গন্ধ দূর করতে অবশ্যই সুগন্ধীর ব্যবহার করুন। বেশিক্ষণ থাকে এমন সুগন্ধীকেই অগ্রাধিকার দিন।
পরিশেষে আপনি যা পরেছেন, তা নিয়ে আত্মবিশ্বাসী ও নিশ্চিত হোন।