দুর্গাপুজোর তিথি, বিধি ও অঞ্জলির সময় জেনে নিন
বিল্ব নিমন্ত্রণ মুহূর্ত: দুপুর ২.৫০ থেকে বিকাল ৫.০৮ পঞ্চমী তিথি সকাল ৭.৪৪ মিনিট পর্যন্তদেবীর বোধন পঞ্চমীর বিকেলে।
অকালবোধন, আমন্ত্রণ, অধিবাস, বিল্ব নিমন্ত্রণ ও কালপ্রারম্ভ। ষষ্ঠী তিথির পুজোর সকাল ৮.৫৬ পর্যন্ত। বিকেলে আমন্ত্রণ ও অধিবাস। বাকি রীতি সকাল ৮.৫৬ মিনিটের মধ্যে সম্পূর্ণ করতে হবে।
সপ্তমী তিথি সকাল ১০.৩৩ পর্যন্ত। সকাল ৮.৩০ মিনিট থেকে ৯.২৮ মিনিট পর্যন্ত নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তমাদি কালারম্ভ ও সপ্তমিবিহিত পুজো সম্পন্ন করতে হবে। সন্ধে ৭টায় আরতি অর্ধরাত্রিবিহিত পুজো রাত ১০.৫৯ থেকে ১১.৪৭ মিনিট।
মহাষ্টমীর পুজো শুরু হচ্ছে সকাল ৭টা থেকে। দুপুর ১২.২৭ পর্যন্ত অষ্টমী তিথি। সকাল ৯.৩০ মিনিটের পর অষ্টমীর অঞ্জলি। অষ্টমীর বাকি রীতি সারতে হবে সকাল ৮.৩১ থেকে ৯.২৮ মিনিটের মধ্যে।
দুপুর ১২.০৩ মিনিটে শুরু হচ্ছে সন্ধিপুজো। ১২.৫১ মিনিটের মধ্যে সারতে হবে সন্ধিপুজো।
মহানবমী চলবে ২.৩২ মিনিট পর্যন্ত। সকাল ৭টায় শুরু হবে পুজো। অঞ্জলি সকাল ৯.৩০ মিনিটে। সকাল সাড়ে দশ থেকে শুরু হবে যজ্ঞ। আরতি সন্ধে সাতটায়।
বিকেল ৪.৩৭ মিনিট পর্যন্ত দশমী তিথি। পুজো শুরু হবে সকাল আটটায়। পুষ্পাঞ্জলি সকাল ১০টায়। বিজয়কৃত্য দুপুর ১২টায়।