বেঙ্গালুরুতে অনুমতি পাওয়া একমাত্র পুজো, করোনা বিধি মেনেই চলল অষ্টমীর অঞ্জলি-আড্ডা
কড়া করোনা সতর্কতায় রাজ্যে এবার পুজো হচ্ছে। অনেকেই জীবন প্রথম এরকম বাধানিষেধের মধ্যে পুজো হতে দেখলেন। গোটা দেশেই উত্সবের একই চিত্র। তবে এবার বেঙ্গালুরুতে পাওয়া গেল কিছুটা ছাড়।
বেঙ্গালুরুতে বার দর্শনার্থীদের উপস্থিতিতে পুজো করার অনুমতি দেওয়া হয়েছিল শহরের একটি মাত্র পুজো কমিটিকে।
এবার সেই অনুমতি পেয়েছে বেঙ্গালুরু কালচারাল কলোনি।
পুজোর অন্যতম উদ্যোক্তা শিল্পী যামিনী রায়ের নাতি।
একেবারে করোনা বিধি মেনেই পুজো প্যান্ডেলে ঢুকলেন মানুষজন। পুজো মন্ডপের ছড়ানো-ছেটানো চত্বরে জমিয়ে আড্ডাও দিলেন শহরের বাঙালিরা।