জি ২৪ ঘণ্টা পুজোর ফ্যাশন: আজ সৌরসেনী মৈত্রের পুজোর সাজ
জি ২৪ ঘণ্টা পুজোর ফ্যাশন: আজ সৌরসেনী মৈত্রের পুজোর সাজ, সপ্তমী থেকে দশমী কীভাবে নিজেকে সাজাবেন সৌরসেনী, তারই আগাম ঝলক।
সৌরসেনীর মেকআপ বাবুসোনা, পোশাক ডিজাইনার আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। চোখ রাখুন আজ ঠিক বিকেল সাড়ে তিনটের সময়, শুধুমাত্র জি ২৪ ঘণ্টার পর্দায়।
দরজায় কড়া নাড়ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। শেষ মুহূর্তের প্রস্তুতিও তুঙ্গে। নিজেদের সাজেও ফিনিসিং টাচ দিচ্ছেন সেলেবরা।
অর্পিতা থেকে সৌরসেনী, কার পুজোর ফ্যাশনে কোনটা ইন, বিস্তারিত রইল দর্শকদের জন্য। সঙ্গে থাকছেন সর্ণালী কাঞ্জিলাল।
ওয়েস্টার্ন নাকি শাড়ি, বেনারসি নাকি সিফন। কোনটায় মানাবে আপনাকে থাকছে সেসবের টিপসও।
দেখতে চোখ রাখুন জি ২৪ ঘণ্টার পর্দায়।