Weather: ফের পুজোর আগে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত, বন্যা পরিস্থিতির মধ্যেই বৃষ্টি-দুর্যোগ
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুর্গা পুজোতেও কি জল যন্ত্রনা অব্যাহত থাকবে? নাকি তাঁর আগেই পরিস্থিতির কিছুটা উন্নতি হবে? আবহাওয়া দফতরের তরফে এল বড় আপডেট।
নতুন করে ঘূর্ণাবর্ত উত্তর আন্দামান সাগরে। ২১ সেপ্টেম্বর তা জলীয়বাষ্প সঞ্চয় করে শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে এগোবে। এরপর এটি নিম্নচাপে অক্ষরেখায় পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা। ২৩ সেপ্টেম্বর এটি সুস্পষ্ট নিম্নচাপের রূপ নেবে। এর প্রভাবে ২৪ সেপ্টেম্বর ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।
বিশেষত ৬ জেলা বৃষ্টি পেতে পারে। বজবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হবার সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান জেলাতে।
উত্তরবঙ্গে দিনভর পরিষ্কার আকাশ। পার্বত্য এলাকায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। আগামী কয়েক দিন তাপমাত্রা ক্রমশ বাড়ার পুর্বাভাস।
কলকাতায় দিনভর আংশিক মেঘলা আকাশ। আর্দ্রতা জনিত অস্বস্তি জারি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে হাওয়া অফিস।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। শনিবার পর্যন্ত বৃষ্টির তেমন উল্লেখযোগ্য সম্ভাবনা নেই। দু-এক পশলা হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। সেই সম্ভাবনা শুক্রবার একটু বেশি থাকবে।
৭২ ঘণ্টা ড্রাই স্পেল চলার পর আজ ফের বৃষ্টি দক্ষিণের কিছু জেলায়। আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বাড়বে তাপমাত্রা।